গুলিস্তানে বাস উল্টে ২ কাবাডি খেলোয়াড় আহত

আগের সংবাদ

মণ্ডপে হামলার নেপথ্যে কারা

পরের সংবাদ

বিশ্বসেরা গবেষকের সারিতে বগুড়ার ড. আজহারুল

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ও চট্টগ্রাম আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের তিন মেয়াদের সাবেক ভিসি ড. এ কে এম আজহারুল ইসলাম ‘বিশ্ব বিজ্ঞানী এবং বিশ্ববিদ্যালয় র‌্যাংকিং’ এ পদার্থ বিজ্ঞানে বাংলাদেশে ৪র্থ (রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ১ম) স্থান অর্জন করেছেন। মূল্যায়নের বৈজ্ঞানিক ভিত্তি হলো এইচ ইনডেক্স, আই-টেন ইনডেক্স, টোটাল সাইটেশন এবং অন্যান্য। বিজ্ঞানের সব ধারার বিজ্ঞানীর উদ্ভাবনী, গবেষণা, অর্জন ইত্যাদি বৈজ্ঞানিক কর্মকাণ্ডের মূল্যায়নে সারা পৃথিবীতে কর্মরত প্রায় ৮৮ লাখ বিজ্ঞানীর মধ্যে বৈজ্ঞানিক পদ্ধতির ভিত্তিতে ৭ লক্ষাধিক বৈজ্ঞানিকের র‌্যাংকিং করা হয়। এতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৯৯ জনসহ বাংলাদেশের ১৭৯৪ জন বিজ্ঞানী র‌্যাংকপ্রাপ্ত হন। এতে এশিয়া মহাদেশের ১,৫৩,২৭৩ জন এবং বিশ্বের ৭,০৯,৩৮৯ জন বিজ্ঞানীর র‌্যাংকিং করা হয়। নির্বাচিত বিজ্ঞানীদের বিভিন্ন ক্যাটাগরিতে প্রাপ্ত স্কারের ভিত্তিতে ভিসি ড. এ কে এম আজহারুল ইসলাম বাংলাদেশে ৪র্থ, এশিয়া মহাদেশে ১৫৫১তম এবং বিশ্বে পদার্থ বিজ্ঞানীগণের মধ্যে ৮৭৭৩তম র‌্যাংকিং লাভ করেন। এ বিষয়ে বগুড়ার এই কৃতী সন্তান ড. আজহারুল ইসলাম বলেন, এই সাফল্য আমার নয়, বাংলাদেশের।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়