ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

প্রতারণার মামলা কিউকমের সিইও রিপন কারাগারে

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ই-কমার্স সাইট কিউকমের পরিচালক (সিইও) রিপন মিয়াকে প্রতারণা ও ডিজিটাল নিরাপত্তা আইনের একটি মামলায় কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। গতকাল শুক্রবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুন-উর রশীদের আদালত এ আদেশ দেন।
রাজধানীর পল্টন থানার এই মামলায় রিপনকে গতকাল আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। এর বিরোধিতা করে আসামিপক্ষের আইনজীবী তার জামিন চান। পরে উভয়পক্ষের শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ১৩ অক্টোবর রিপনের একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
উল্লেখ্য, এক ভুক্তভোগী মো. রিপন মিয়ার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইন ও প্রতারণার অভিযোগে একটি মামলা করেন। এ মামলার পরিপ্রেক্ষিতে গত ৩ অক্টোবর ডিবি তাকে গ্রেপ্তার করে। এরপর তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তার প্রতিষ্ঠানে গ্রাহকদের প্রায় ২৫০ কোটি টাকার পণ্য আটকে রাখা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়