ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

পারাপারের অপেক্ষায় সহস্রাধিক যানবাহন : পাটুরিয়ায় ৪ নম্বর ফেরিঘাট বন্ধ

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি : সাপ্তাহিক ছুটি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচলে নিষেধাজ্ঞা থাকা এবং পাটুরিয়ায় ড্রেজিংয়ের কারণে ৪ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। এজন্য গতকাল শুক্রবার সকাল থেকে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে দক্ষিণাঞ্চলের যাত্রী ও যানবাহনের তুলনায় পর্যাপ্ত ফেরি থাকলেও ঘাট সংকটের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে ফেরিঘাট এলাকায় বাড়ছে যানবাহনের দীর্ঘ সারি। ৩০ মিনিটের নৌপথ পার হতে অপেক্ষা করতে হচ্ছে ১০ থেকে ১৫ ঘণ্টা।
গতকাল দুপুর আড়াইটার দিকে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন আরিচা কার্যালয়ের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহীউদ্দিন রাসেল বলেন, সাপ্তাহিক ছুটি ও শিমুলিয়া-বাংলাবাজার নৌপথে ভারী যানবাহন নিয়ে ফেরি চলাচলে নিষেধাজ্ঞা থাকায় সকাল থেকে পাটুরিয়া ফেরিঘাটে যানবাহনের চাপ রয়েছে। তবে ঘাট এলাকায় অপেক্ষমাণ এসব যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথ ছোট-বড় মিলে ১৯টি ফেরি চলাচল করছে।
ঘাটে আটকেপড়া যাত্রী হামিদুর রহমান বলেন, বছরের প্রায় সময়ই ঘাট পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। কর্তৃপক্ষ আগাম প্রস্তুতি নিলে আমাদের ভোগান্তিতে পড়তে হয় না। ঘাট কর্তৃপক্ষের উদাসীনতার কারণে এই পরিস্থিতি।
গোল্ডেন পরিবহনের যাত্রী তিথি সাহা বলেন, দুর্গাপূজার ছুটি রাস্তাতেই কেটে যাচ্ছে। গরমের কারণে বাসে বসে থাকাও অনেক কষ্টের। বাচ্চা নিয়ে খুব বিপাকে পড়েছি।
ট্রাকচালক সুমন মিয়া বলেন, বাস ও ছোট গাড়ির চাপে পার হওয়ার সুযোগ পাচ্ছি না। দুই দিন ধরে ঘাটে আটকে আছি। ঠিক সময়ে মালামাল পৌঁছে দিতে না পারলে চাকরিও থাকবে না।
অতিরিক্ত পুলিশ সুপার (শিবালয় সার্কেল) তানিয়া সুলতানা বলেন, পূজার ছুটির কারণে সকাল থেকে ফেরিঘাট এলাকায় যানবাহনের চাপ রয়েছে। নদীতে নাব্যসংকট নিরসনে ড্রেজিংয়ের কাজ চলমান থাকায় পাটুরিয়ায় ৪ নম্বর ফেরিঘাট বন্ধ রয়েছে। মূলত, ঘাট সংকটের কারণে অপেক্ষমান যাত্রী ও যানবাহন চালকরা ভোগান্তিতে পড়েছেন।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের ডিজিএম মো. জিল্লুর রহমান বলেন, আটকে থাকা যাত্রী ও যানবাহন পারাপারে কাজ করে যাচ্ছি। ১৯টি ফেরি দিয়ে এসব যানবাহন পারাপার করা হচ্ছে। তবে বাড়তি যানবাহনের চাপে সময় বেশি লাগছে। পাটুরিয়ায় বাস ও ছোট গাড়ি এবং পণ্যবাহী ট্রাক মিলে সহস্রাধিক যানবাহন নদী পারের অপেক্ষায় রয়েছে বলে জানা গেছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়