ধর্ষণের মামলা থেকে রক্ষা পেতে ছাত্রলীগ নেতার বিয়ে

আগের সংবাদ

বিশ্ব খাদ্য দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী : খাদ্যের অপচয় কমাতে হবে

পরের সংবাদ

ইয়াঙ্গুনে ভবন ধসে হতাহত আট

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : মিয়ানমারের ইয়াঙ্গুনে নির্মাণাধীন একটি ভবন ধসের পর দমকলকর্মীরা এক নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে বলে জানিয়েছে সে দেশের কর্তৃপক্ষ। গত বৃহস্পতিবার শহরের ইস্ট দাগন এলাকায় এ ঘটনা ঘটে। দমকলকর্মীরা শেষ খবর পাওয়া পর্যন্ত ধ্বংসস্তূপের ভেতর থেকে তিনজনকে জীবিত উদ্ধার করতে সমর্থ হন। আরো ৭ জন এখনো নিখোঁজ।
তাদের জীবিত উদ্ধারের আশা ফিকে হয়ে আসছে বলে স্থানীয় দমকল বিভাগের প্রধান থেইন তুন ও বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন। তিনি বলেন, আমি কোনো শব্দ শুনতে পাচ্ছি না। বাকিদের জীবিত উদ্ধার করতে পারার সম্ভাবনা খুবই কম। ফেসবুকে এক লাইভ স্ট্রিমিংয়ে কংক্রিটের ধ্বংসস্তূপ সরাতে দমকলকর্মীদের ভারী যন্ত্রপাতি ব্যবহার করতে দেখা গেছে।
থেইন তুন ও জানান, ১১ জন শ্রমিক যখন একটি কংক্রিটের স্ল্যাব বসাচ্ছিল, তখনই নির্মাণাধীন এ বাণিজ্যক ভবনটির একটি অংশ ধসে পড়ে বলে ধারণা করা হচ্ছে। হতাহতদের উদ্ধার তৎপরতা চলছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়