করোনা পরিস্থিতি : শনাক্ত কমলেও প্রাণহানি কিছুটা বেড়েছে

আগের সংবাদ

আতঙ্কিত চট্টগ্রামের হিন্দু ধর্মাবলম্বীরা : বিভিন্ন স্থানে পূজামণ্ডপ ও মন্দিরে হামলা-ভাঙচুর

পরের সংবাদ

পুঁজিবাজারে বড় দরপতন

প্রকাশিত: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস গতকাল বুধবার বড় পতন হয়েছে শেয়ারবাজারে। এই নিয়ে টানা তিন কার্যদিবস পতন হয়েছে শেয়ারবাজারে। এ দিন শেয়ারবাজারের সব সূচক কমেছে। একই সঙ্গে লেনদেনে অংশ নেয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে। তবে টাকার পরিমাণে লেনদেন কিছুটা বেড়েছে।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৬৫.৫৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৭ হাজার ২৪৮.৪৪ পয়েন্টে। ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ২৪.৪৪ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ৩২.৩১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৫৬৬.৬০ পয়েন্টে এবং ২ হাজার ৭১৭.৫৯ পয়েন্টে। ডিএসইতে ১ হাজার ৯৫২ কোটি ৯৯ লাখ টাকার লেনদেন হয়েছে, যা আগের কার্যদিবস থেকে ৮৯ কোটি ১৯ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৮৬৩ কোটি ৮০ লাখ টাকা। ডিএসইতে ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১০৬ টির বা ২৮.১৯ শতাংশের, শেয়ার দর কমেছে ২৪১টির বা ৬৪.১০ শতাংশের এবং ২৯টির বা ৭.৭১ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৯৮.০৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২১ হাজার ১৬২.৭৮ পয়েন্টে। সিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৮৭টির দর বেড়েছে, কমেছে ২০২টির আর ২৬টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৬১ কোটি ৫০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়