তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

পাটুরিয়ায় যানবাহনের জটে ভোগান্তিতে যাত্রীরা

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

মানিকগঞ্জ প্রতিনিধি : শিমুলিয়া-বাংলাবাজার রুটে ফেরি বন্ধের প্রভাব ও দুর্গাপূজার কারণে যানবাহনের চাপ বেড়েছে মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে। ঘাট এলাকায় আটকে আছে প্রাইভেট কার, মাইক্রোবাসসহ অসংখ্য ছোট-বড় গাড়ি। অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী যানবাহন পারাপার করা হলেও আটকা পড়েছে শত শত পণ্যবাহী ট্রাক। গতকাল মঙ্গলবার বিকাল পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট এলাকায় ছয় শতাধিক পণ্যবাহী ট্রাক, দুই শতাধিক ছোট গাড়ি পারাপারের অপেক্ষায় ছিল। আটকে পড়া এসব যানবাহনের যাত্রী ও শ্রমিকরা চরম দুর্ভোগের শিকার হন।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচাঘাটের ডিজিএম জিল্লুর রহমান জানান, ছোট-বড় ১৮ ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। সকাল থেকে যানবাহনের চাপ বেড়েছে। তবে পারাপারে যাত্রীবাহী যানবাহনকে অগ্রাধিকার দেয়া হচ্ছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়