তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন : পূর্ণ প্যানেলে জয়ী কাজিম-আয়েজ পরিষদ

আগের সংবাদ

যুদ্ধাপরাধ বিচারে স্থবিরতা ; বাকি যুদ্ধাপরাধীদের বিচার এগিয়ে নিতে সরকারের আগ্রহ নিয়ে সংশয়! ট্রাইব্যুনালেও জনবল সংকট

পরের সংবাদ

কৃতীর নয়া চমক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সন্তান দত্তক নেয়ার কথা আমরা সবাই শুনেছি। কিন্তু বাবা-মা-কে দত্তক নেয়ার কনসেপ্ট আপনি কখনো শুনেছেন? গত সোমবার রাজকুমার রাও ও কৃতী শ্যাননের নতুন সিনেমা ‘হাম দো হামারে দো’র ট্রেলার মুক্তি পেয়েছে। আর এই ছবিতেই বাবা-মা দত্তক নেয়ার গল্প ফুটে উঠেছে। ট্রেলার মুক্তি পেতেই হাসির রোল উঠেছে সোশ্যাল মিডিয়ায়। নতুন ছবির প্রতীক্ষায় থাকা দর্শকরাও এমন গল্প পেয়ে দারুণ খুশি। নজর কেড়েছে রাজকুমার ও কৃতীয় জুটিও। ‘হাম দো হামারে দো’ ছবির ট্রেলারে দেখা যাচ্ছে, মা-বাবাকে দত্তক নেয়ার কথা রাজকুমারকে জানাচ্ছেন কৃতী। প্রায় ৩ মিনিটের ট্রেলার দেখেই বোঝা যাচ্ছে ছবিটি কমেডি ঘরানার। এর আগে কৃতী শ্যানন ও রাজকুমার রাওকে দেখা গিয়েছিল ‘বরেলি কি বরফি’ ছবিতে। এই দুজনের পাশাপাশি আয়ুষ্মান খুরানাকেও দেখা গিয়েছিল সেই ছবিতে। তবে এবার প্রথম জুটি বাঁধলেন রাজকুমার ও কৃতী। ছবিতে দত্তক নেয়া বাবা ও মায়ের ভূমিকায় অভিনয় করছেন পরেশ রাওয়াল ও রতœা পাঠক। কৃতীকে বিয়ে করতে হলে রাজকুমারের বাবা-মা থাকতে হবে। পরিবার থাকতে হবে। এই শর্তেই পরেশ রাওয়াল ও রতœা পাঠককে বাবা মা সাজিয়ে কৃতীর বাড়িতে নিয়ে যান রাজকুমার। তার পরেই শুরু গণ্ডগোল। একেক জনের মুখে একেক কাহিনী শুন স্তম্ভিত হয়ে যায় কৃতীর পরিবার। শেষ পর্যন্ত কি তাদের বিয়েটা হবে? কারণ, সত্যিকারের প্রেমে পড়ে যান পরেশ রাওয়াল। শুরু হয় রতœাকে পাওয়ার অন্য প্রেমকাহিনী ও লড়াই।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়