ঢাকা সেনানিবাসে এনআইডি বিতরণ কার্যক্রম উদ্বোধন

আগের সংবাদ

যশোর বোর্ডের হিসাব থেকে আড়াই কোটি টাকা উত্তোলন : জালিয়াতির অভিযোগ চেয়ারম্যানের বিরুদ্ধে

পরের সংবাদ

নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নড়াইল প্রতিনিধি : ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকালে জেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জেলা প্রাণিসম্পদ অফিসের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মো. হাবিবুর রহমান।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মারুফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এনামুল কবীর টুকু, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুব্রত কুমার, জেলা ও উপজেলা প্রাণিসম্পদ অফিসের কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক এবং খামারিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়