তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব : শিল্পকলায় দ্বিতীয় দিনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : শিল্পকলা একাডেমিতে চলছে ১২ দিনের ‘গঙ্গা-যমুনা নাট্য ও সাংস্কৃতিক উৎসব’। একযোগে একাডেমির ৪টি মিলনায়তন ও উন্মুক্ত মঞ্চে চলছে উৎসবের কার্যক্রম। এর মধ্যে জাতীয় নাট্যশালার ৩টি মিলনায়তনে নাটক, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনে নাচ, গান, আবৃত্তি, নৃত্যালেখ্য ও উন্মুক্ত মঞ্চে অনুষ্ঠিত হচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সাংস্কৃতিক সংগঠনগুলোর পথনাটক, দলীয় সংগীত, বাউলগানসহ নানা অনুষ্ঠানমালা। গতকাল শনিবার ছিল ১২ দিনের এই উৎসবের দ্বিতীয় দিন। এদিন একাডেমির জাতীয় নাট্যশালার তিন মিলনায়তনে মঞ্চায়ন হয় ৩টি নাটক। এর মধ্যে জাতীয় নাট্যশালার মূল মিলনায়তনে মঞ্চায়ন হয় প্রাচ্যনাটের ‘সার্কাস সার্কাস, পরীক্ষণ থিয়েটার হলে সময়ের ‘ভাগের মানুষ’ ও স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়ন হয় মুন্সীগঞ্জের থিয়েটার সার্কেলের নাটক ‘পঞ্চভূতের রঙতামাশা। এর আগে বিকালে উৎসবের দ্বিতীয় দিনে উন্মুক্ত মঞ্চের অনুষ্ঠানের উদ্বোধন করেন নাট্যজন কেরামত মাওলা।
এতে অতিথি ছিলেন পথনাটক পরিষদের সভাপতি মিজানুর রহমান, আবৃত্তিশিল্পী রফিকুল ইসলাম, নৃত্যশিল্পী শেখ মাহফুজুর রহমান। স্বাগত বক্তৃতা করেন আবৃত্তিশিল্পী মাসুদুজ্জামান। সভাপতিত্ব করেন সংস্কৃতজন মানজার চৌধুরী সুইট।
উন্মুক্ত মঞ্চে পথনাটক পরিবেশন করে নাট্যযোদ্ধা, দলীয় আবৃত্তি পরিবেশন করে শিশু সংগঠন স্বরতরঙ্গ আবৃত্তি ভুবন ও স্বনন ঢাকা, দলীয় সংগীত পরিবেশন করে স্ব-ভূমি লেখক শিল্পী কেন্দ্র, দলীয় নৃত্য পরিবেশন করে জাগো আর্ট সেন্টার, একক সংগীত পরিবেশন করেন- আব্দুল হালিম খান ও তামান্না নিগার তুলি, একক আবৃত্তি করেন বেলায়েত হোসেন ও শামিমা সুলতানা তন্দ্রা।
এছাড়া একই সময়ে সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তনেও অনুষ্ঠিত হয় নানা সাংস্কৃতিক কার্যক্রম। উদ্বোধনী দিনের ধারাবাহিকতায় এদিনও উন্মুক্ত মঞ্চ, সংগীত ও নৃত্যকলা কেন্দ্র মিলনায়তন ও জাতীয় নাট্যশালার ৩টি মিলনায়তনে ছিল দর্শকদের উপচে পড়া ভিড়। দীর্ঘ লকডাউন শেষে শুরু হওয়া এই উৎসব শিল্পানুরাগী দর্শকদের নজর কাড়তে সক্ষম হয়েছে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি উৎসর্গ করা হয়েছে এবারের উৎসব।
সন্ধ্যা ৭টায় মিলনায়তনে নাটক মঞ্চায়ন ছাড়াও প্রতিদিন বিকাল ৪টা থেকে উন্মুক্ত মঞ্চ ও নাট্যশালার লবিতে থাকছে পথনাটক, মূকাভিনয়, নৃত্যালেখ্য, সংগীত আবৃত্তি, নৃত্য, ধামাইল গান, গম্ভিরা, বাউল গানসহ নানা সাংস্কৃতিক কার্যক্রম। এবারের উৎসবে অংশ নিচ্ছে সারাদেশের ১৪০টি দলের প্রায় সাড়ে তিন হাজার শিল্পী। ১২ অক্টোবর শেষ হবে ১২ দিনের এ উৎসব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়