তেজগাঁওয়ে বাসায় রহস্যজনক বিস্ফোরণে দুই শিক্ষার্থী দগ্ধ

আগের সংবাদ

১৫ সদস্যের দলে আট নতুন মুখ : আত্মবিশ্বাস নিয়ে বিশ্বকাপ মিশনে টাইগাররা

পরের সংবাদ

কমবে স্মার্টফোন বিক্রি

প্রকাশিত: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: অক্টোবর ৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চলতি বছরের দ্বিতীয়ার্ধে বিশ্বে স্মার্টফোনের বিক্রি কমবে বলে জানিয়েছে বাজার গবেষণা প্রতিষ্ঠান কাউন্টার পয়েন্ট রিসার্চ। আগে প্রতিষ্ঠানটি ১৪৫ কোটি ইউনিট স্মার্টফোন বিক্রির পূর্বাভাস দিলেও দ্বিতীয়ার্ধের জন্য নতুন করে ১৪১ কোটি ইউনিট ডিভাইস বিক্রির পূর্বাভাস দিয়েছে প্রতিষ্ঠানটি। কাউন্টার পয়েন্ট রিসার্চের সর্বশেষ গেøাবাল স্মার্টফোন কোয়ার্টারলি শিপমেন্ট ফোরকাস্টস প্রতিবেদনে বলা হয়, চলতি বছরের দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বিক্রিতে বার্ষিক প্রবৃদ্ধির পরিমাণ ৬ শতাংশে নেমে আসবে। যেখানে এর আগে ৯ শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দিয়েছিল প্রতিষ্ঠানটি-
২০২১ সালের দ্বিতীয় প্রান্তিকে অধিকাংশ স্মার্টফোনের মূল যন্ত্রাংশ উৎপাদনকারী প্রতিষ্ঠান যে পরিমাণ কাঁচামাল ক্রয়ের চাহিদার কথা জানিয়েছিল, তার মাত্র ৮০ শতাংশ সরবরাহ পেয়েছিল। কিছু প্রতিষ্ঠান ৭০ শতাংশ কাঁচামাল প্রাপ্তির কথাও জানিয়েছে। পাশাপাশি বিশ্বে চলমান চিপ সংকটও যে খুব দ্রুত ঠিক হয়ে যাবে এমন কিছুর সম্ভাবনাও নেই। কাউন্টারপয়েন্ট রিসার্চের প্রাক্কলন, করোনা মহামারী ও চিপ সংকটের কারণে প্রযুক্তি খাতের ৯০ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে এটি ২০২১ সালের দ্বিতীয়ার্ধে স্মার্টফোন বিক্রির পূর্বাভাসে প্রভাব ফেলেছে। ২০২০ সালে করোনা মহামারীর কারণে মারাত্মক ক্ষতির সম্মুখীন হয় বিশ্বের স্মার্টফোন শিল্প। চলতি বছর এ খাতে শক্তিশালী পুনরুদ্ধার হবে বলে ধারণা করেছিলেন প্রযুক্তিবিদরা। গত বছরের শেষদিকে স্মার্টফোন উৎপাদনকারীরা যন্ত্রাংশের জন্য বড় ক্রয়াদেশ দেয়। পাশাপাশি বছরের প্রথমার্ধে করোনা-পরবর্তী সময়ে ভোক্তাদের স্মার্টফোন কেনার পরিমাণ বৃদ্ধি পাওয়ায় বাজার অবস্থার উন্নতি হয়েছে। কিন্তু চিপ সংকটের কারণে অনেক প্রত্যাশাই অপূর্ণ রয়ে গেছে। একটি বিষয় উল্লেখ করা জরুরি যে চিপ সংকটের কারণে ২০২০ সালের দ্বিতীয় প্রান্তিক থেকে প্রযুক্তি বাজারে বিরূপ প্রভাব পড়তে শুরু করে। তবে কিছু উপাদানের মজুদ, উন্নত পরিকল্পনা ও ক্রয়াদেশের কারণে ডিডিআইএস এবং পিএমআইসির সংকট থাকলেও এ খাতে কিছুটা প্রবৃদ্ধি হয়েছে। কয়েক প্রান্তিক ধরে চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো চিপ উৎপাদনের পরিমাণ বাড়াতে তাদের সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। পাশাপাশি ওয়্যারহাউজগুলোতে যেসব যন্ত্রাংশ আগে থেকে পরিপূর্ণ মজুদে ছিল সেগুলোও ফুরিয়ে আসছে। এর সঙ্গে যুক্ত হয়েছে ক্রয়াদেশকৃত যন্ত্রাংশের সরবরাহ সংকট। স্মার্টফোন উৎপাদনের ক্ষেত্রে অন্যতম উপাদান হলো প্রসেসর। নতুন করে যেসব চিপ উৎপাদন কেন্দ্র স্থাপন করা হয়েছে, সেখানে উৎপাদনস্বল্পতার কারণে সংকটের সৃষ্টি হয়েছে। বিশেষ করে কোয়ালকম ও মিডিয়াটেকের মতো প্রতিষ্ঠান এসব কেন্দ্রের ওপর নির্ভর করায় মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। বর্তমানে প্রতিষ্ঠানগুলো চাহিদার পরিপ্রেক্ষিতে কম প্রসেসর সরবরাহ করছে। ফলে স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছে। সূত্র : গিজমোচায়না

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়