উগ্রবাদী বক্তব্য প্রচার : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি ইব্রাহীম

আগের সংবাদ

সন্ত্রাসে অশান্ত রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

পিয়ানো লাউঞ্জের অতিথি বন্যা

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : চ্যানেল আইয়ের ভিন্নধর্মী আয়োজন ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ এবারের অতিথি রবীন্দ্র সংগীতশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। দেশীয় সংগীত ও সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে চ্যানেল আইয়ে গত ২ সেপ্টেম্বর থেকে শুরু হয় সম্পূর্ণ ভিন্নধর্মী এই আয়োজন। হাতিলের পৃষ্ঠপোষকতায় পিয়ানো লাউঞ্জের পঞ্চম পর্বটি দেখা যাবে আজ রাত ৮টা ২০ মিনিটে। পিয়ানো লাউঞ্জের প্রথম পর্বের অতিথি ছিলেন সংগীতশিল্পী তাহসান, দ্বিতীয় পর্বে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী, তৃতীয় পর্বে ছিলেন বাউল শফি মণ্ডল এবং চতুর্থ পর্ব মাতিয়েছেন মাইলসের শাফিন আহমেদ। অনুষ্ঠানের নির্বাহী প্রযোজক ইজাজ খান স্বপন জানান, হাতিল চ্যানেল আই পিয়ানো লাউঞ্জের অন্য পর্বগুলোর মতো পঞ্চম পর্বটিও টেলিভিশনে প্রচারের পর চ্যানেল আইয়ের ডিজিটাল প্ল্যাটফর্মে পাওয়া যাবে। চ্যানেল আইয়ের প্রযোজনায় ব্লুজের তত্ত্বাবধানে নির্মিত এ অনুষ্ঠানের প্রথম ধাপে দেশবরেণ্য ১০ সংগীতশিল্পী নিয়ে মোট ১০টি পর্ব সাজানো হয়েছে। সামনের পর্বগুলো মাতাবেন যথাক্রমে ফেরদৌস আরা, বাপ্পা মজুমদার, অনিমা রায়, তানভীর আহমেদ সজীব ও পিন্টু ঘোষ। অনুষ্ঠানটি নিয়ে ইজাজ খান স্বপন জানান, ব্যান্ড তারকা মানাম আহমেদের সংগীত আয়োজনে প্রতিটি গানকে ভিন্ন মাত্রায় উপস্থাপন করা হচ্ছে ‘দ্য পিয়ানো লাউঞ্জ’ এ। তিনি আরো জানান, রবীন্দ্র, নজরুল, ফোক, আধুনিক- সব ধরনের গান পিয়ানোর সঙ্গে পরিবেশন করা হয়েছে। প্রতিটি পর্বে দর্শকশ্রোতা প্রিয় শিল্পীদের জনপ্রিয় গানগুলো নতুনভাবে আবিষ্কার করবেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়