উগ্রবাদী বক্তব্য প্রচার : ডিজিটাল নিরাপত্তা আইনে গ্রেপ্তার মুফতি ইব্রাহীম

আগের সংবাদ

সন্ত্রাসে অশান্ত রোহিঙ্গা ক্যাম্প

পরের সংবাদ

চারু মজুমদারের চরিত্রে নেই নওয়াজুদ্দিন

প্রকাশিত: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ষাটের দশকের নকশাল আন্দোলনের ইতিহাস নিয়ে ওয়েব সিরিজ নির্মাণের ঘোষণা দিয়েছিলেন নির্মাতা সায়ন্তন মুখোপাধ্যায়। এ সিরিজের দুই গুরুত্বপূর্ণ চরিত্র- চারু মজুমদার ও তার স্ত্রী লীলা মজুমদারের ভূমিকায় নওয়াজুদ্দিন সিদ্দিকি ও জয়া আহসানের নাম আসার পরই আলোচনা তুঙ্গে চড়ে। বিশেষ করে বাংলাদেশি অভিনেত্রী জয়া আহসানের বলিউড যাত্রা শুরু হতে যাচ্ছে এ সিরিজের মাধ্যমে। স্বভাবতই, বাংলাদেশি জয়া ভক্তদের কাছে এ খবর খুশির বটে। তবে গতকাল জানা গেল সিরিজটির সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত নন বলিউডের নওয়াজুদ্দিন। তিনি জানান, পুরো খবরটাই গুজব! বিষয়টি নিয়ে এ তারকা বললেন, ‘আমি কোনো ওয়েব সিরিজ করছি না। আপাতত এটা থেকে এখন দূরে আছি। তাই ওই বিষয়টি (জয়ার সঙ্গে ওয়েব সিরিজ) পুরোটাই গুজব। আমি এমন কোনো প্রজেক্টে সাইনও করিনি। আপাতত ততদিন আর ওয়েব সিরিজ করবো না যতদিন নিজে রোমাঞ্চিত হই।’ এদিকে নওয়াজের এমন মন্তব্যে এখনো কোনো উত্তর দেয়নি ওয়েব সিরিজ সংশ্লিষ্ট কেউই। নির্মাতার বরাতে জানা গেছে, আগামী বছরের পূজার আগেই এর কাজ শেষ হবে। তিনি জানান, বিতর্কিত পুলিশ অফিসার রুনু গুহ নিয়োগীর চোখ দিয়েই দেখানো হবে গোটা সিরিজ। সিরিজে রুনুর চরিত্রে দেখা যাবে রণিত রায়কে। এছাড়াও প্রাথমিক কথা হয়েছে সব্যসাচী চক্রবর্তীর সঙ্গে। তিনি থাকবেন তৎকালীন মুখ্যমন্ত্রী প্রয়াত সিদ্ধার্থ শঙ্কর রায়ের ভূমিকায়। শাশ্বত চট্টোপাধ্যায়কে ভাবা হয়েছে চারু মজুমদারের অন্যতম সঙ্গী কানু সান্যালের চরিত্রে। এছাড়া জ্যোতি বসুর চরিত্রের জন্য প্রাথমিকভাবে ভাবা হয়েছে পরেশ রাওয়াল ও বোমান ইরানির কথা। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী তিনটি পর্বে দেখানো হবে এই সিরিজ। বাংলা, হিন্দি ও ইংরেজি ভাষায় তৈরি হবে এটি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়