টার্গেট পূরণে সংশয়! : দুর্গাপূজায় ভারতে যাচ্ছে ২০০০ টন ইলিশ

আগের সংবাদ

এনআইডি স্বরাষ্ট্রে নেয়ার প্রক্রিয়া জানেই না ইসি

পরের সংবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ : জুরি বোর্ডে যারা থাকছেন

প্রকাশিত: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : ইতোমধ্যে শেষ হয়েছে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের ছবি জমা নেয়ার প্রক্রিয়া। ছবিগুলো বিচার বিশ্লেষণ করে পুরস্কারের জন্য চূড়ান্ত করতে গঠিত হয়েছে জুরি বোর্ড। ১৩ সদস্যের এ বোর্ডে চলচ্চিত্র অঙ্গনের বিভিন্ন ব্যক্তিসহ থাকছেন সরকারি কর্মকর্তারা। যে ১৩ জন জুরি বোর্ডে থাকছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রশাসন ও চলচ্চিত্র বিভাগের অতিরিক্ত সচিব এবং চলচ্চিত্র বিভাগের যুগ্ম সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থানপনা পরিচালক, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের চেয়ারম্যান, চলচ্চিত্র পরিচালক মুশফিকুর রহমান গুলজার, গীতিকার ও সংগীত পরিচালক হাসান মতিউর রহমান, চিত্রগ্রাহক সংস্থার মহাসচিব আসাদুজ্জামান মজনু, চিত্রনায়ক রিয়াজ, চিত্রনায়িকা সুজাতা, সংগীতশিল্পী রফিকুল আলম, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত এবং বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। জুরি বোর্ডের সভাপতি হিসেবে থাকবেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং সদস্য সচিব হিসেবে থাকছেন সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান। এ বোর্ড জমা পড়া ছবিগুলো দেখে চলচ্চিত্র, শিল্পী ও কলা-কুশলীদের নাম পুরস্কারের জন্য সুপারিশ করবে। আজীবন সম্মাননা ব্যাতীত অন্যান্য পুরস্কারের জন্য বোর্ড একাধিক চলচ্চিত্র ও ব্যক্তির নাম সুপারিশ করতে পারবে। তারা চাইলে কোনো ক্যাটাগরিতে পুরস্কার প্রদান থেকে স্থগিত থাকতে পারবেন। তবে এর কারণ উল্লেখ করতে হবে। জুরি বোর্ডের কোনো সদস্য অথবা তার পরিবারের কোনো সদস্যের নাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য বিবেচনাধীন থাকলে সংশ্লিষ্ট সদস্য আর জুরি বোর্ডের সদস্য থাকতে পারবেন না। সেক্ষেত্রে অন্য কোনো ব্যক্তি তার স্থলাভিষিক্ত হবেন। বোর্ড সদস্যদের ২ মাসের মধ্যে মন্ত্রণালয়কে প্রতিবেদন জমা দিতে হবে। পূর্ণদৈর্ঘ্য, স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র মিলিয়ে মোট ২৮টি শাখায় পুরস্কার দেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়