ডিএমপির চার থানার ওসি বদলি

আগের সংবাদ

ফল চাষে সাফল্যের চমক

পরের সংবাদ

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০ : করোনার জেরে জমা পড়ল কম সিনেমা

প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ২১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর জন্য ২৮টি বিভাগে জমা পড়েছে ১৪টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, ৭টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র এবং ৬টি প্রামাণ্য চলচ্চিত্র। আবেদনপত্র জমা দেয়ার শেষ সময় ছিল ১৯ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত। এগুলোর মধ্য থেকেই জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য এ বছর বছে নেয়া হবে চলচ্চিত্র, অভিনেতা, অভিনেত্রী ও কলাকুশলীকে। গত সোমবার দুপুরে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সচিব মো. মমিনুল হক বলেন, করোনার কারণে গত বছর মুক্তিপ্রাপ্ত সিনেমার সংখ্যা হাতে গোনা। তার জেরেই সাম্প্রতিক সময়ের তুলনায় এ বছর কম চলচ্চিত্র জমা পড়লো। জমা পড়া সিনেমাগুলো কবে থেকে দেখা হবে, এমন প্রশ্নে তিনি জানান, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জুরি বোর্ড সব সিদ্ধান্ত নিয়ে থাকে। দু-চারদিনের মধ্যে তারা মিটিং ডেকে এ বিষয়ে সিদ্ধান্ত নিবে।’ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর জন্য জমাকৃত ১৪টি পূর্ণদৈর্ঘ্য সিনেমাগুলোর মধ্যে আছে বীর, শাহেনশাহ, ঊনপঞ্চাশ বাতাস, গোর, বিশ্বসুন্দরী, একজন মহান নেতা, হলুদ বনি, গণ্ডি, রূপসা নদীর বাঁকে, আমার মা, চল যাই, জয় নগরের জমিদার, সূবর্ণরেখা ও হৃদয় জুড়ে। ৭টি স্বল্পদৈর্ঘ্য সিনেমার মধ্যে আছে কোথায় পাব তারে, আতর, সাদা গোলাপ, ফেরা, আড়ং, দ্য স্কায়ার্স ও আমার বাবার নাম। ৬টি প্রামাণ্যচিত্রের মধ্যে আছে স্বাধীনতার ডাকটিকেট, রথযাত্রার বাকি ইতিহাস, বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবন ও বাংলাদেশের অভ্যুদয়, বায়োগ্রাফি অব নজরুল, দ্য ফ্রন্ট পিয়ার্সম্যান ফজলুল হক ও নীলমুকুট।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়