নির্বাচন কমিশন গঠনে আইন চায় জাতীয় পার্টি

আগের সংবাদ

জাতিসংঘের ৭৬তম অধিবেশন : টানা ১৯ মাস পর বিদেশ সফরে প্রধানমন্ত্রী

পরের সংবাদ

‘গানগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই’

প্রকাশিত: সেপ্টেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : কণ্ঠশিল্পী সাবরিনা বশির। তিনি নিয়মিত স্টেজ শো, টিভি চ্যানেল এবং অডিও মাধ্যমে সমানতালে গান করছেন। চলতি মাসে তার গাওয়া ‘জলে গিয়ে ছিলাম সই’ প্রকাশ করা হয়। এদিকে গত ১ সেপ্টেম্বর তার হাতে উঠে রিয়েল হিরোস অ্যাওয়ার্ড। বর্তমানে তার হাতে বেশকিছু গানের কাজ রয়েছে। গান নিয়ে নিজের পরিকল্পনা প্রসঙ্গে সাবরিনা বলেন, ‘সামনে অনেক গান করার পরিকল্পনা রয়েছে। আমি নিয়মিত গান করে যেতে চাই। যতদিন সৃষ্টিকর্তা আমার ভয়েসটা ঠিক রাখবেন ততদিন গান করে যেতে চাই। শ্রোতাদের অনেক সুন্দর সুন্দর গান উপহার দেয়ার ইচ্ছে রয়েছে। আমার গানগুলো সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমি সব সময়ই আমার গানের শ্রোতা-দর্শক ও ভক্তদের চাহিদার কথা মাথায় রেখে গান করি। সময়ের চাহিদায় গান এখন শুধু শোনার বিষয় নয়, এটি এখন দেখার বিষয়ও। তাই গানের মিউজিক ভিডিও নির্মাণের ক্ষেত্রে অনেক সচেতন থাকি।’ সাবরিনা বশির ২০০৫ সালে ‘তোমাকে প্রয়োজন’ ডুয়েট অ্যালবামের মাধ্যমে প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এর পরে ২০০৭ সালে মিক্সড অ্যালবাম ‘কৃষ্ণকলি’ সংগীতা থেকে প্রকাশ করা হয়। ২০০৯ সালে জি সিরিজ থেকে ‘জুয়েল ফিচারিং সাবরিনা’ প্রকাশ পায়। এরপরে প্রতি বছর নিয়মিত তার নতুন গান প্রকাশ করা হয়। জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবরের সঙ্গে ‘অভিমান’, ফজলুর রহমান বাবুর সঙ্গে ‘আমার ভিতর ঘরে’, তাহসানের সঙ্গে ‘দেবদূত’সহ নন্দিতশিল্পীদের সঙ্গে গান গেয়েছেন সাবরিনা। সাবরিনা বশিরের নিজস্ব ইউটিউব চ্যানেল এসবি এন্টারনেইটমেন্টে তার নিজের ২৩টি গান রয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়