মিজান ও বাছিরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ২৬ সেপ্টেম্বর

আগের সংবাদ

রেলে বাড়েনি সেবার মান

পরের সংবাদ

চার বছর পর ফিরলেন জুয়েল রানা

প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের প্রধান সহকারী হিসেবে ২০০৩ সাল থেকে ২০১২ পর্যন্ত কাজ করেছেন। তবে হুমায়ূন আহমেদের কাজের পাশাপাশি এককভাবেও নাটক নির্মাণ করতেন জুয়েল রানা। ২০০৮ সালে হুমায়ূন আহমেদের রচনায় ‘হাবিবের সংসার’ নামের নাটক দিয়ে পরিচালক হিসেবে অভিষেক হয় তার। এখন পর্যন্ত ২৫টি একক নাটক নির্মাণ করেছেন তিনি। এবার তিনি একটি টেলিফিল্ম নির্মাণ করেছেন। ইমন চৌধুরীর রচনায় এবং সৈয়দ মহিদুর রহমানের চিত্রনাট্যে এটির নাম ‘মহিলা ঋণদান সমিতি’। এরই মধ্যে টেলিফিল্মটির শুটিংও সম্পন্ন হয়েছে। এটি ১৫ সেপ্টেম্বর বিকাল ৩টা ৫ মিনিটে প্রচার হবে চ্যানেল আইতে। টেলিফিল্মটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, মৌসুমী হামিদ, ফারুক আহমেদ, আইনুন নাহার পুতুল, তারেক স্বপন, লাভলী ইয়াসমিন, মোহাম্মদ নুরুন্নবী, সাবিনা ইয়াসমিন, রেজা, কামরুজ্জামান, নাবিল প্রমুখ। নির্মাতা জুয়েল রানা বলেন, ‘টেলিফিল্মটির গল্পে হাস্যরস থাকলেও বেশকিছু বক্তব্যও রয়েছে। সচরাচর কমেডির নামের যেসব হয় তা থেকে এটি একটি ভিন্ন কাজ হয়েছে। আশা করছি দর্শক টেলিফিল্মটি উপভোগ করবেন।’ প্রসঙ্গত, জুয়েল রানা এরই মধ্যে বিজ্ঞাপন নির্মাণের কাজেও যুক্ত হয়েছেন। এছাড়া শিগগিরই একটি সিনেমার কাজও শুরু করবেন তিনি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়