আজ সিনোফার্মের ৫৪ লাখ টিকা আসছে

আগের সংবাদ

শিক্ষাঙ্গনে জেগেছে প্রাণের স্পন্দন

পরের সংবাদ

বৈদ্যুতিক এসইউভি আইডি লাইফ

প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

৭ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া মিউনিখ অটো শোতে প্রথমবারের মতো গাড়ি ক্রেতাদের জন্য একটি এসইউভি উন্মোচন করেছে ফক্সওয়াগন। জার্মান গাড়ি নির্মাতা সংস্থাটির এ ছোট ও বৈদ্যুতিক এসইউভি শহুরে রাস্তার জন্য ডিজাইন করা হয়েছে। ২০২৫ সালের দিকে আইডি লাইফ নামের এ মডেলের কিছু ইউনিট উৎপাদন করার পরিকল্পনা নেয়া হয়েছে। গাড়িটির জন্য ক্রেতাদের গুনতে হবে ২৪ হাজার ডলার। তবে কোন নির্দিষ্ট বাজারে গাড়িটি বিক্রি করা হবে তা জানায়নি ফক্সওয়াগন। বিভিন্ন রিসাইক্লিং ও নবায়নযোগ্য উপকরণ দিয়ে গাড়িটি তৈরি করা হয়েছে। হালকা অপসারণযোগ্য গাড়ির ছাদটি রিসাইক্লিং করা বোতল দিয়ে তৈরি। আর টায়ারগুলো তৈরি করা হয়েছে তেল, চালের কুচি ও প্রাকৃতিক রাবার দিয়ে। একে বলা হচ্ছে আগামী প্রজন্মের গাড়ি। ফক্সওয়াগনের ব্র্যান্ড সিইও রাফ ব্রান্ডস্টায়েটার বলেন, ২০২৫ সাল নাগাদ টেসলাকে পেছনে ফেলে আমরা এক নম্বর বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হতে চাই। ২০৩০ সালের মধ্যে এই গাড়ির বাজারের ৭০ ভাগই দখলে নিতে চায় ফক্সওয়াগন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়