কারচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

আগের সংবাদ

শঙ্কা নিয়ে আনন্দের পাঠে ফেরা

পরের সংবাদ

পূজা মাতাবে দেবের ছবি

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করোনার ঢেউ সামলে উঠে ইতোমধ্যে খুলেছে কলকাতার প্রেক্ষাগৃহগুলো। ৫০ শতাংশ দর্শক নিয়ে খুলেছে এসব সিনেমা হল। মহামারির ভয় সরিয়ে ‘প্রেক্ষাগৃহ পূর্ণ’- এই বোর্ডও ঝুলেছে বেশ কিছু হলে। দীর্ঘ দিন পর বড় পর্দায় ভালো ছবি দেখার ইচ্ছা নিয়ে দর্শকরাও পা রাখছেন সেখানে। এভাবেই গোটা পরিস্থিতি যখন ধীরে ধীরে সিনেপ্রেমীদের অনুকূলে, তখনই পূজার মুক্তি ঘোষণা করলেন দেব অধিকারী। দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্সে নেট মাধ্যমে জানায়, এবারের পূজায় সাংসদ-তারকা দর্শক-অনুরাগীদের নিয়ে যাবেন বোম্বাগড়ে। তার বহু প্রতীক্ষিত ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র মাধ্যমে। ২০১৯-এ প্রযোজক দেব, পরিচালক অনিকেত চট্টোপাধ্যায় ঘোষণা করেন তাদের আগামী ছবি ‘হবু চন্দ্র রাজা গবু চন্দ্র মন্ত্রী’র কথা। দক্ষিণারঞ্জন মিত্র মজুমদারের ‘দাদা মশাইয়ের থলে’র দুটি গল্পকে নিয়ে ছোটদের জন্য ছবি বানিয়েছেন অনিকেত। গল্প বলছে, হবু চন্দ্র রাজার রাজ্যের নাম বোম্বাগড়। সে এক মজার রাজ্য। সেখানে রাজা আর তার মন্ত্রী গবু চন্দ্রের ‘একুশে আইন’ চলে। হবু চন্দ্র রাজার রানি কুসুম কুমারী। রূপকথার ঢঙে, কৌতুকে মোড়া ছবি আদতে একুশ শতকের কথাই বলবে, এমনটাই জানিয়েছিলেন তারা। ছবিতে রাজা-রানি-মন্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন যথাক্রমে শাশ্বত চট্টোপাধ্যায়, অর্পিতা চট্টোপাধ্যায় ও খরাজ মুখোপাধ্যায়। করোনা থাবা না বসালে ২০২০-এর গরমের ছুটিতে মুক্তি পাওয়ার কথা ছিল ছবির। সেই মুক্তি পিছিয়ে হচ্ছে ২০২১-এর পূজায়। প্রযোজক দেব মানেই নিত্য নতুন চমক। তার সৌজন্যে এই ছবির হাত ধরে প্রথমবার ‘বাহুবলী’র সেটে কোনো বাংলা ছবির শুট হয়েছে। ছবির সংগীত পরিচালনার দায়িত্বে কবীর সুমন। তার হাত ধরে বাংলা খেয়াল শুনতে পাবেন দর্শক-শ্রোতা।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়