কারচাপায় স্কুলছাত্র নিহত, সড়ক অবরোধ

আগের সংবাদ

শঙ্কা নিয়ে আনন্দের পাঠে ফেরা

পরের সংবাদ

চলছে সত্য মিথ্যার দোলাচল : শিল্পী সমিতির নির্বাচন

প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হতে চলেছে। সে হিসেবে নতুন কমিটির জন্য নির্বাচন অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই সে নির্বাচনকে সামনে রেখে তোড়জোড় শুরু হয়ে গেছে। সরগরম এফডিসি পাড়া। শোনা যাচ্ছে, এবারের নির্বাচন হবে বেশ কঠিন। আরো শোনা যাচ্ছে, আসন্ন নির্বাচনী ময়দানে ফিরছেন শিল্পী সমিতির সাবেক সভাপতি চিত্রনায়ক শাকিব খান। নতুন প্যানেল নিয়ে তিনি এবারের নির্বাচনে লড়বেন। যেখানে তিনি সভাপতি ও চিত্রনায়িকা নিপুণ হবেন সাধারণ সম্পাদক প্রার্থী। তবে এ খবরকে মিথ্যা দাবি করে শাকিব খান বলেছেন, ‘শিল্পী সমিতির কোনো নির্বাচনে আমি অংশ নিচ্ছি না।’ তিনি আরও বলেন, ‘নির্বাচন নিয়ে মোটেও ভাবি না। আমার অত সময়ও নেই। সংগঠন দিয়ে ইন্ডাস্ট্রি এগোবে না। এসবের মধ্যে আমি নেই।’ তাকে জড়িয়ে এমন খবর প্রকাশে তিনি ক্ষুব্ধ। এ বিষয়ে তিনি বলেন, ‘আমাকে জড়িয়ে যেসব সংবাদ হয়েছে সেগুলো মনগড়া-আজগুবি। প্রায়ই দেখি আমার সঙ্গে কথা না বলেই অনেক গুরুত্বপূর্ণ বিষয়েও আমার মন্তব্য দেওয়া হয়। এতে ভুল বোঝাবুঝি হয়। আমার সহকর্মী, শিল্পীরা বলেন আমি নাকি মন্তব্য করেছি। খুব বিব্রত হই।’ এদিকে বিভিন্ন সংবাদ মাধ্যমের খবর থেকে জানা গেছে, শাকিব-নিপুণের প্যানেল থেকে দেখা যেতে পারে মৌসুমী, ফেরদৌস, পূর্ণিমা, নিরবসহ নানা প্রজন্মের আরো কয়েকজন তারকার। অন্যদিকে, মিশা সওদাগরবিহীন জায়েদ খানের প্যানেলের হাল ধরবেন সভাপতিপ্রার্থী ডিপজল। এছাড়াও প্যানেলে থাকবেন রুবেল, আলেকজান্ডার বো, জয় চৌধুরীসহ বর্তমান কমিটির কয়েকজন। এবারের নির্বাচনে প্রার্থী হতে পারেন পরীমনিও! এমনটাই শোনা যাচ্ছে কানাঘুষায়। তবে মামলা ও নানা বিতর্কের কারণে তার নির্বাচন করার সম্ভাবনা খুবই কম। তবে এ নিয়ে পরীমনি এখনো কোনো মন্তব্য করেননি। জানা যাচ্ছে, বর্তমান কমিটি আগের মতো অনুকূল পরিবেশে নেই। চলতি বছর পরীমনিসহ নানা বিতর্কে তারা সমালোচিত হয়েছেন। আরো আছে সদস্যপদ বাতিল, জ্যেষ্ঠ শিল্পীদের নাম ব্যবহার করে নানা ধরনের সুবিধা হাসিলসহ অনেক অভিযোগ। তবে অনেক শিল্পীর দুঃসময়ে পাশে থাকায় প্রশংসিত হয়েছিলেন তারা।
:: মেলা প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়