প্রাণিসম্পদমন্ত্রী : চাকরিতে সৃজনশীলতা দেখানোই কৃতিত্ব

আগের সংবাদ

২১ আগস্ট গ্রেনেড হামলার আপিল শুনানি : প্রধান বিচারপতির বেঞ্চ গঠনের অপেক্ষা

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

সুরক্ষাসামগ্রী বিতরণ

নীলফামারী প্রতিনিধি : জেলা পরিষদের উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষের মাঝে করোনা প্রতিরোধী সুরক্ষাসামগ্রী বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে। গত কয়েকদিন থেকে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ছাড়ায় বিভিন্ন সংগঠন, সংস্থা, শিক্ষাপ্রতিষ্ঠান ও মসজিদ-মন্দিরে করোনা প্রতিরোধী মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, সাবানসহ বিভিন্ন উপকরণ বিতরণ করা হচ্ছে। জেলার পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন জানান, করোনার শুরু থেকেই নীলফামারী জেলা পরিষদ সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধি, লিফলেট ও মাস্ক বিতরণ ছাড়াও বিভিন্ন কর্মসূচী পালন করে আসছে। তিনি করোনা প্রতিরোধে জনসাধারণকে আরো সচেতণ হওয়ার আহ্বান জানান।

চেক বিতরণ

নওগাঁ প্রতিনিধি : করোনায় ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান এবং নিবন্ধিত স্বেচ্ছাসেবী সংস্থাগুলোর মাঝে অনুদানের চেক বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবার সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এসব চেক বিতরণ করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন। এ সময় জেলা প্রশাসক মো. হারুন অর রশিদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সহসভাপতি বাবু নির্মল কৃষ্ণ সাহা ও সাবেক এমপি শাহিন মনোয়ারা হক, জেলা সমাজকল্যাণ পরিষদের সহসভাপতি শাহনাজ বেগম, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নুর মোহাম্মদ প্রমুখ।

তাল বীজ বপন

দুমকি (পটুয়াখালী) প্রতিনিধি : দুমকিতে প্রাকৃতিক দুর্যোগ ও বজ্রপাত থেকে প্রাণহানি রোধে তালের বীজ বপন করা হয়েছে। আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে রংধনু ক্লাবের উদ্যোগে গত মঙ্গলবার ২ হাজার তালের বীজ আনুষ্ঠানিকভাবে বপন করা হয়। পাশাপাশি তালগাছের উপকারিতা সম্পর্কে জনগণকে সচেতনতামূলক কর্মসূচির মাধ্যমে নেয়া হয়েছে নানা উদ্যোগ। তালের বীজ বপন অনুষ্ঠানে আঙ্গারিয়া ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সৈয়দ গোলাম মরতুজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মেহের মালিকা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. ইমরান হোসেন, রংধনু ক্লাবের উদ্যোক্তা সৈয়দ মোস্তাফিজুর রহমান লাভলু।

বিদায়ী সংবর্ধনা
দৌলতপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি : দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মো. রেজাউল করিম রিপনকে গত মঙ্গলবার রাতে প্রেস ক্লাবের পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে। সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- প্রেস ক্লাবের সভাপতি জালাল উদ্দিন ভিকু, সাধারণ সম্পাদক মো. শাহ আলম, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. সালমান খান, যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মিয়া, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম, সম্মানিত সদস্য মাহবুবুল আলম রাসেল, রবিউল আলম প্রমুখ। অনুষ্ঠানে প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বলেন, ওসি রেজাউল করিম ২০২০ সালের ফেব্রুয়ারিতে যোগদান করে তিন মাস মামলামুক্ত থানা উপহার দিয়েছেন এবং তিনি দুবার জেলার শ্রেষ্ঠ অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন।

কর্মশালা

আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি : আগৈলঝাড়ায় স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ এলজিইডির আয়োজনে জলবায়ু সহনশীল গ্রামীণ অবকাঠামো প্রকল্পের অংশগ্রহণমূলক গ্রামীণ সমীক্ষাবিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার উপজেলার গৈলা মডেল ইউনিয়ন পরিষদ হলরুমে ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম টিটুর সভাপতিত্বে কর্মশালায় বক্তব্য রাখেন বরিশাল এলজিইডির কর্মকর্তা রিজভী আহমেদ, এলসিএস কর্মকর্তা মিনা হোসেন, সাইয়েদ আহমেদ, সরকারি গৈলা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম ছরোয়ার, উপজেলা এনজিও সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক কাজল দাশগুপ্ত, শিক্ষক মাহমুদ আলম মিঠু, শ্রমিক লীগ নেতা আশ্রাফুল আলম দুলাল, ইউপি সচিব সাধন চন্দ্র হালদার, ইউপি সদস্য সুশান্ত সরকার প্রমুখ।

বিদায় সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি : মিরসরাই পৌরসভার সচিব সমর কান্তি চাকমা ও প্রধান সহকারী মো. আবদুল হক রায়হানের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত বিদায় সংবর্ধনায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র মো. গিয়াস উদ্দিন। পৌরসভার কনজারভেন্সি সুপারভাইজর সজল চন্দ্র শীলের উপস্থাপনায় সচিব মো. কাইউম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্যানেল মেয়র শাখের ইসলাম রাজু, কাউন্সিলর মো. নুরুন নবী, সংবর্ধিত অতিথি মিরসরাই পৌরসভার সাবেক সচিব সমর কান্তি চাকমা ও প্রধান সহকারী মো. আবদুল হক রায়হান।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়