জাপানি মাকে নিয়ে অপপ্রচার বন্ধে আদেশ আজ

আগের সংবাদ

শিক্ষার্থীদের স্বপ্ন বুনন কীভাবে : দীর্ঘদিন ঘরবন্দি থাকা ছাত্রছাত্রীদের শিক্ষায় মনোযোগী ও মানসিকভাবে চাঙ্গা করার চ্যালেঞ্জে শিক্ষকরা

পরের সংবাদ

ফরিদপুরে ১০ বীরাঙ্গনা পেলেন সংবর্ধনা

প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৯, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর শহর প্রতিনিধি : জেলার ১০ বীরাঙ্গনাকে সংবর্ধনা ও আর্থিক সহায়তা দেয়া হয়েছে। গত মঙ্গলবার রাতে বেসরকারি উন্নয়ন সংস্থা পল্লী প্রগতি সহায়ক সমিতি এ সংবর্ধনা দেয়। পল্লী প্রগতি সহায়ক সমিতির সহযোগিতায় ও শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুরের পুলিশ সুপার মো. আলীমুজ্জামান। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পল্লী প্রগতি সহায়ক সমিতির নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা অলিয়ার রহমান খান। সংবর্ধনা পাওয়া বীরাঙ্গনার হলেন- ছিয়ারন বেগম, নুরজাহান বেগম, লালমতি বেগম, মিনি বেগম, মনোয়ারা বেগম, ফুলমতি বেগম, মনোয়ারা বেগম, চারুবালা, চপলা রানী দাস, মায়া রানী সরকার। শহীদ স্মৃতি সংরক্ষণ কমিটির ফরিদপুর শাখার সভাপতি মো. সাজ্জাদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা নূর মোহাম্মদ ক্যাপ্টেন বাবুল, রাজেন্দ্র কলেজের সহযোগী অধ্যাপক রেজভি জামান, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমান, পৌর কাউন্সিলর বিধান কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা পি কে সরকার, পল্লী প্রগতি সহায়ক সমিতির পরিচালক অর্থ মো. ওয়াজেদ আলী, পরিচালক কার্যক্রম মো. আকরাম হোসেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়