কামরাঙ্গীরচরে কিশোর খুন আটক ৬

আগের সংবাদ

ঝরে পড়া শিক্ষার্থীদের ফেরানোর উপায় কী > স্কুল খুললে উপস্থিতি-অনুপস্থিতি দেখে ব্যবস্থা : পরিচালক (মাধ্যমিক)

পরের সংবাদ

সংবাদ সংক্ষেপ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

পোনা অবমুক্ত

মাদারগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : মাদারগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে গতকাল মঙ্গলবার পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উপজেলা মৎস্য অফিসের উদ্যোগে ৯টি উন্মুক্ত পুকুরে ২৯৬ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়। বাকি পুকুরগুলো হলো গাবেরগ্রাম আশ্রয় কেন্দ্র পুকুর, গাবেরগ্রাম আশ্রয় (২) খাস পুকুর, গাবেরগ্রাম আশ্রয় ২ খাস পুকুর, পশ্চিম তারতাপাড়া আবাসন খাস পুকুর, মাদারগঞ্জ মডেল থানা পুকুর, চরকামারিয়া আবাসন প্রকল্প পুকুর, ভেলামারী গুচ্ছগ্রাম পুকুর এবং ভেলামারী গুচ্ছগ্রাম প্রকল্প-২। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল। এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, প্রাণিসম্পদ কর্মকর্তা মো. হাবিবুর রহমান ও মৎস্য কর্মকর্তা মোহাম্মদ তানভীর আহম্মেদ প্রমুখ।

ত্রাণ বিতরণ

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি : সদরপুর উপজেলার চরনাছিরপুর ও চর মানাইড় ইউনিয়নের প্রায় শতাধিক নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে ত্রাণ বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে বিতরণ করেন জেলা প্রশাসক অতুল সরকার। এ সময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তারেক মাহমুদ, সহকারী কমিশনার (ভূমি) জিয়াউর রহমান, ভাইস চেয়ারম্যান মিজনুর রহমান শিকদার, মহিলা ভাইস চেয়ারম্যান জিনিয়া নাজনী কল্পনা, চরনাছিরপুর ইউপি চেয়ারম্যান শেখ আক্কাস আলী, চরমানাইড় ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মাদ আবু এহ্সান মিয়া প্রমুখ।

জরিমানা

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : উল্লাপাড়ায় ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পরিবেশন করার দায়ে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার উপজেলার হাটিকুমরুল ফুড ভিলেজ প্লাস খাবার হোটেল ও ঘোষগাঁতী তাহান ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে এ জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জ অফিসের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি। এ সময় র‌্যাব-১২ এর কোম্পানি কমান্ডার মি: জন রানা ও উল্লাপাড়া স্যানেটারি ইন্সপেক্টর ফজলুল হক বারী উপস্থিত ছিলেন।

মিলনমেলা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : মাধবপুরে বেসরকারি স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ফর লাইফ ইন বাংলাদেশের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্বেচ্ছাসেবীদের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সংগঠনের সহ-সভাপতি তইমুছ আলীর সভাপতিত্বে ও হাবিবুর রহমান নোমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মাধবপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) এসএম মাঈন উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, শিল্পপতি বশির মিয়া, প্রেস ক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, সাবেক সেক্রেটারি অলিদ মিয়া, সাংবাদিক আবুল খায়ের, সংগঠনের প্রতিষ্ঠাতা সুফল মোদক, সংগঠনের পরিচালক আলী আফজাল প্রমুখ।

মাস্ক বিতরণ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি : হোমনা পৌরসভায় গতকাল মঙ্গলবার করোনা ভাইরাসের গণটিকার দ্বিতীয় ডোজ নিতে আসা ছয় শতাধিক লোকের মাঝে মাস্ক বিতরণ করেছেন পৌর মেয়র এডভোকেট মো. নজরুল ইসলাম। পৌর মেয়র বলেন, করোনা ভাইরাসের টিকা নিতে আসা অনেকের মুখেই মাস্ক ছিল না। পরে পৌরসভার পক্ষ থেকে যার মাস্ক আছে তাকেও এবং যার নেই তাকেও একটি করে সার্জিক্যাল মাস্ক দেয়া হয়েছে। মাস্ক বিতরণের সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুমন দে, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার, প্যানেল মেয়র শাহনুর আহমদ সুমন প্রমুখ উপস্থিত ছিলেন।

সেমিনার

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি : বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) আয়োজনে বেলকুচিতে তাঁতের সুতার রঙের কারণে জলাশয় দূষণ রোধে করণীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ি ইউনিয়নের তামাই খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ডেভেলপমেন্ট ফর ডিজএডভান্টেজড পিপলস সহযোগিতায় ফোকাস গ্রুপ ডিসকাশন (এফজিডি) প্রোগ্রামে শিক্ষক, সাংবাদিক, চাকরিজীবী, শ্রমিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। তামাই খন্দকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবব্রত প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিভাগীয় সমন্বয়কারী (বেলা) গৌতম চন্দ্র। বিশেষ অতিথি ছিলেন নির্বাহী পরিচালক (ডিডিপি) কাজী সোহেল রানা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়