কামরাঙ্গীরচরে কিশোর খুন আটক ৬

আগের সংবাদ

ঝরে পড়া শিক্ষার্থীদের ফেরানোর উপায় কী > স্কুল খুললে উপস্থিতি-অনুপস্থিতি দেখে ব্যবস্থা : পরিচালক (মাধ্যমিক)

পরের সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় মশা নিধন কার্যক্রমের উদ্বোধন

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, ব্রাহ্মণবাড়িয়া : ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে পৌরসভার উদ্যোগে সপ্তাহব্যাপী মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় শহরের পূর্ব পাইকপাড়া এলাকায় পৌর মেয়র নায়ার কবির মশক এ কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি রিয়াজ উদ্দিন জামি, সাধারণ সম্পাদক জাবেদ রহিম বিজন, পৌরসভার ১২টি ওয়ার্ডের কাউন্সিলর ও পৌরসভার কর্মকর্তারা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠানের পর মেয়র নায়ার কবির ফগার মেশিন এবং স্প্রে মেশিনের মাধ্যমে মশক নিধন কার্যক্রমের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে মেয়র নায়ার কবির বলেন, পৌরসভার প্রতিটি ওয়ার্ডের সব রাস্তায় মশক নিধন করার জন্য ফগার মেশিন এবং স্প্রে মেশিনের মাধ্যমে স্প্রে কার্যক্রম চলবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়