কামরাঙ্গীরচরে কিশোর খুন আটক ৬

আগের সংবাদ

ঝরে পড়া শিক্ষার্থীদের ফেরানোর উপায় কী > স্কুল খুললে উপস্থিতি-অনুপস্থিতি দেখে ব্যবস্থা : পরিচালক (মাধ্যমিক)

পরের সংবাদ

বোরহানউদ্দিন : ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে সংঘর্ষ

প্রকাশিত: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি : বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নে ডাকাতির সরঞ্জাম ভাগাভাগি নিয়ে মারামারির ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয়রা হামিদ (২৫) নামে এক ডাকাতকে আটক করে থানা পুলিশের হাতে সোপর্দ করে। আটক যুবক উপজেলার হাসাননগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার হাসাননগর ইউনিয়নের সুইস ঘাট এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, গত ২-৩ দিন আগে তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলার সীমান্তবর্তী মেঘনা নদীতে জেলেদের মাছ ধরা ট্রলার ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা জেলেদের মাছ, জালসহ মাছ শিকারের সরঞ্জাম ও নগদ টাকা ছিনিয়ে নেয়। পরে মঙ্গলবার ওই ডাকাতির মালামাল ভাগাভাগি নিয়ে নিজেদের মধ্যে মারামারিতে জড়িয়ে পড়ে। পরে স্থানীয়রা গিয়ে ডাকাতদের ধাওয়া দিলে সবাই পালিয়ে গেলেও হামিদ নামে এক ডাকাতকে আহত অবস্থায় আটক করে পুলিশে হাতে সাপর্দ করেন।
এ ব্যাপারে বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা আহত অবস্থায় হামিদ নামের এক ব্যক্তিকে আটক করি। সে বোরহানউদ্দিন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে ডাকাত কিনা তদন্ত সাপেক্ষে জানাতে পারব।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়