ই-অরেঞ্জের সাবেক সিওও রাসেল রিমান্ডে

আগের সংবাদ

যাত্রীসেবার মান তলানিতে : সড়ক আইন প্রয়োগে উদাসীনতা > নির্দেশনা দিয়েই দায়িত্ব শেষ কর্তৃপক্ষের

পরের সংবাদ

সেপ্টেম্বরে হচ্ছে না ‘বঙ্গবন্ধু’র শুটিং

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩১, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলাদেশ ও ভারতের পৃষ্ঠপোষকতায় নির্মিতব্য ‘বঙ্গবন্ধু’ সিনেমার প্রথম লটের কাজ শেষ হয়েছে গত এপ্রিলে। পরবর্তী কাজ হবে বাংলাদেশে, এমন কথাই জানানো হয়েছিল কর্তৃপক্ষের তরফ থেকে। বলা হয়েছিল, চলতি বছরের সেপ্টেম্বর ও অক্টোবর মাসেই শুরু হবে শুটিং। তবে সেই পরিকল্পনায় পরিবর্তন এসেছে। বাংলাদেশের আগে কলকাতায় হবে দ্বিতীয় লটের কাজ। কিন্তু করোনায় আপাতত সে পরিকল্পনাও ঠিকমতো এগোচ্ছে না। জানা গেছে, সেপ্টেম্বরে শুরু হচ্ছে না কাজ। আরো সময় লাগবে। এ কারণে শিল্পীরাও অন্য সিনেমার জন্য সিডিউল দিয়ে দিচ্ছেন। সিনেমাটির মূল চরিত্র বঙ্গবন্ধু ভূমিকায় থাকা আরিফিন শুভ ‘নূর’ সিনেমার জন্য পুরো সেপ্টেম্বর মাস সময় দিয়েছেন। আগামী ৭ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে এটি চলবে ২০ দিন। আর শেখ হাসিনা চরিত্রে থাকা নুসরাত ফারিয়া গিয়াসউদ্দিন সেলিমের নতুন ছবি ‘গুনিন’-এ চুক্তিবদ্ধ হয়েছেন। যার শুটিং শুরু হবে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে। এদিকে সম্প্রতি শ্যাম বেনেগাল বলেছেন, ‘গুরুত্বপূর্ণ দৃশ্যগুলোর শুটিং হয়ে গেছে। বলা যায় শুটিং প্রায় শেষ। আমরা পরিকল্পনা করে বসে আছি। সবকিছু নির্ভর করছে করোনার ওপর। তাই পরিস্থিতি অনুযায়ী আমরা কাজ করব। করোনার কারণে নানান নিষেধাজ্ঞা আছে। এসব নিষেধাজ্ঞা উঠে গেলে আমরা আবার কাজে ঝাঁপিয়ে পড়ব।’ উল্লেখ্য, সিনেমাটি ২০২১ সালেই মুক্তি দেয়ার পরিকল্পনা দুই রাষ্ট্রের। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত এ চলচ্চিত্রটি হতে যাচ্ছে এখন পর্যন্ত সবচেয়ে বড় ক্যানভাসের কাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়