প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

হাসেম ফুড কারখানায় আগুন : অধিদপ্তরের গাফিলতি খতিয়ে দেখবে সংসদ কমিটি

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : নারায়ণগঞ্জের রূপগঞ্জে হাসেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের গাফিলতি আছে কিনা তা খতিয়ে দেখবে বলে জানিয়েছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি। গতকাল রবিবার সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ বিষয়ে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে। বৈঠকে মুজিবুল হক চুন্নুর সভাপতিত্বে কমিটির সদস্য শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান, শাজাহান খান, শামসুন নাহার এবং আনোয়ার হোসেন হেলাল অংশ নেন। বৈঠক শেষে কমিটির সভাপতি মুজিবুল হক চুন্নু বলেন, গত তিন বছরে কারখানা পরিদর্শকরা ওই কারখানা পরিদর্শন করেছিলেন কিনা সেই প্রতিবেদন আমরা চেয়েছিলাম। মন্ত্রণালয় তা দিতে পারেনি। তারা মুখে বলেছে, তিন বছরে তিনবার পরিদর্শন হয়েছে। আমরা সেটা গ্রহণ করিনি, বলেছি কাগজ/রিপোর্ট আকারে দিতে হবে। তিনি বলেন, আগামী বৈঠকে ওই প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদন পাওয়ার পর আমরা আলোচনা করে দেখব, ডিপার্টমেন্টে কোনো গাফিলতি আছে কিনা।
উল্লেখ্য, গত ৮ জুলাই নারায়ণগঞ্জের হাশেম ফুডস এন্ড বেভারেজ কারখানায় আগুনে ৫২ জনের প্রাণহানি হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে কারখানার মালিক আবুল হাশেম, তার চার ছেলেসহ আটজনের বিরুদ্ধে হত্যা মামলা করে। ঘটনা তদন্তে জেলা প্রশাসন, ফায়ার সার্ভিস, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর পৃথক তিনটি তদন্ত কমিটি গঠন করেছে। সংসদীয় কমিটির বৈঠকে, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর জানায়, তারা গত ৭ জুন সর্বশেষ ওই কারখানা পরিদর্শনে যায়। সেখানে শ্রম আইন ও বিধিমালা ভঙ্গ হয়েছে মর্মে কারখানাকে কারণ দর্শাও নোটিস দেয়া হয়। সেই নোটিসের জবাব না পাওয়ায় গত ৩০ জুন শ্রম আদালতে মামলা করে অধিদপ্তর। বৈঠকে একই নামে ট্রেড ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন ফেডারেশনে নিবন্ধনের জন্য যেসব আবেদন দাখিল হয়েছে তার মধ্যে এখন পর্যন্ত যেসব আবেদন নিবন্ধন হয়নি তার কারণসহ একটি পূর্ণাঙ্গ বিবরণী আগামী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।
এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন এবং সেন্ট্রাল ফাউন্ডেশনের অর্গানোগ্রাম অনুযায়ী সুষ্ঠুভাবে নিয়োগের জন্য একজন অতিরিক্ত সচিবকে স্থায়ীভাবে পদায়নের জন্য এবং ওই ফাউন্ডেশনের অর্থ কোথা থেকে আসে, কোথায় কোথায় ব্যয় হয় এবং বর্তমানে কত টাকা আছে তার একটি পূর্ণাঙ্গ তালিকা পরের বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়। এছাড়া বর্তমানে শ্রম অধিদপ্তরে কতজন ডিআইজি দায়িত্বে আছেন তাদের তালিকা এবং তৃতীয়-চতুর্থ শ্রেণির পদে পদোন্নতির যোগ্যতাসম্পন্ন কর্মচারীদের তালিকা পরের বৈঠকে পেশ করার সুপারিশ করা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়