প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

শুটিংয়ে ফিরেছেন শুভ

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : গত শনিবার বিএফডিসিতে নতুন একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে অংশ নিয়েছেন চিত্রনায়িক আরিফিন শুভ। দীর্ঘদিন পর এ অভিনেতা লাইট-ক্যামেরা-অ্যাকশনের মুখোমুখি হলেন। অন্য সবার মতো তার বিরতিটা শুধু করোনার কারণে নয়। পায়ে গুরুতর আঘাত পেয়ে অনেকটা সময় তাকে বিছানায় পড়ে থাকতে হয়েছে। আরিফিন শুভ ‘মিশন এক্সট্রিম’ সিনেমার জন্য বডি ট্রান্সফরমেশনের সময় এই চোট পান। যার প্রভাবে দীর্ঘদিন শারীরিক অসুস্থতার মধ্যে ছিলেন। তবে ভক্তদের জন্য খুশির সংবাদ, এই চিত্রনায়ক এখন সুস্থ। আবারো ব্যস্ত হয়েছেন কাজে। এ বিষয়ে শুভ বলেন, ‘শনিবার এফডিসিতে শুটিং শুরু করলাম। ভালো লাগছে। অনেক দিন পর কাজে ফেরা। আবারো ব্যস্ত হয়ে উঠতে চাই। অনেক কাজ আছে।’ শারীরিক অবস্থার কথা জানিয়ে এ নায়ক বলেন, ‘শারীরিকভাবে ফিট আছি। তবে পায়ের ব্যথাটা একটু রয়ে গেছে। আশা করছি সেরে যাবে দ্রুতই। এমনিতে কাজ করতে কোনো অসুবিধা হচ্ছে না।’ শুভ জানান, বিজ্ঞাপনের কাজটি শেষ করে সেপ্টেম্বরে ঢাকার বাইরে যাচ্ছেন তিনি। নতুন সিনেমা ‘নূর’র শুটিং করবেন। অভিনয়ের পাশাপাশি শাপলা মিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটির নির্বাহী প্রযোজকও তিনি। তবে সিনেমায় শুভ’র বিপরীতে কে অভিনয় করছেন এখন পর্যন্ত তা জানা যায়নি। এ ব্যাপারে জানতে চাইলে এই অভিনেতা বলেন, ‘আরো একটু সময় নিতে চাই নামটি প্রকাশ করার জন্য। এখন আপাতত বলতে চাই না। কারণ কিছুই চূড়ান্ত হয়নি।’ এ দিকে শুভ অভিনীত নির্মাণাধীন রয়েছে বাংলাদেশ ও ভারত সরকারের যৌথ প্রযোজনায় নির্মিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘বঙ্গবন্ধু’। এতে কেন্দ্রীয় চরিত্রে আছেন শুভ। ছবিটি পরিচালনা করছেন বলিউডের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। এছাড়া এ অভিনেতার ‘মিশন এক্সট্রিম’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়