প্রণোদনা ঋণের জন্য ঘুষ লাগে ২৯ শতাংশ ব্যবসায়ীর

আগের সংবাদ

অসংক্রামক রোগের ঝুঁকি বাড়ছে : করোনার প্রকোপ কমার পর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও বিষণ্নতার বড় আঘাত আসছে

পরের সংবাদ

টাকার জন্য বন্ধ ভিকি-সারার সিনেমা

প্রকাশিত: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৩০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : গত বছর শুরুর দিকে ঘোষণা হয় ভিকি কৌশল ও সারা আলি খানের সিনেমা ‘দ্য ইমমর্টাল অশ্বত্থামা’র নাম। ঘোষণার পর থেকেই এই সিনেমাটি নিয়ে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছিল সিনেমাপ্রেমীদের মধ্যে। কারণ ভিকি অভিনীত ব্যাপক জনপ্রিয়তা পাওয়া ‘উরি : দ্য সার্জিক্যাল স্ট্রাইক’র নির্মাতা আদিত্য ধর তৈরি করতে চেয়েছিলেন এ সিনেমাটি। আর এই সিনেমা প্রযোজনা করছিলেন খ্যাতিমান প্রযোজক রনি স্ক্রুওয়ালার। সামাজিক যোগাযোগমাধ্যমে সিনেমাটির পোস্টারও শেয়ার করা হয়েছিল। কিন্তু এরপর নির্মাতাদের পক্ষ থেকে আসেনি আর কোনো ঘোষণা। সম্প্রতি জানা যাচ্ছে, এই সিনেমাটি আর তৈরি নাও হতে পারে। আর্থিক কারণেই অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে গেছে সিনেমাটি। প্রি-প্রোডাকশনের কাজও শুরু হয়েছিল। তার জন্য প্রযোজকের ৩০ কোটি টাকা খরচও হয়েছে। এখন এই বিনিয়োগ পুরোটাই ক্ষতির খাতায়। দুই বছরের বেশি সময় ধরে সিনেমাটির প্রস্তুতি চলছিল। ভিকি ও সারাসহ প্রি-ভিজুয়ালাইজেশন, ভিএফএক্স দলের সঙ্গে সিনেমাটি নিয়ে বিস্তারিত আলোচনাও হয়েছে নির্মাতাদের। কিন্তু এখন শোনা যাচ্ছে বাজেট নিয়ে পরিচালক ও প্রযোজক একমত হতে পারেননি। বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করার পর প্রযোজকের মনে হয় সিনেমাটির চূড়ান্ত বাজেট নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এদিকে এই সিনেমার সঙ্গে সারার নাম শোনা গেলেও তিনি নিজে কখনো এ বিষয়ে কিছু বলেননি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়