কুমিল্লায় ট্রাকচাপায় প্রাণ গেল দুই নারীর

আগের সংবাদ

শাড়িতেই এবার পকেট

পরের সংবাদ

নক্ষত্রের পতন

প্রকাশিত: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গত বৃহস্পতিবার চলে গেলেন ‘কর্ণকুন্তী সংবাদ’-এর ‘কুন্তী’। তার মৃত্যুতে শোকপ্রকাশ করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গৌরী ঘোষের আত্মীয়-পরিজন এবং অনুরাগীদের আন্তরিক সমবেদনা জানান তিনি। বেশ কিছুদিন ধরেই বার্ধক্যজনিত কারণে ভুগছিলেন বাচিকশিল্পী গৌরী ঘোষ। এক বেসরকারি হাসপাতালে ৭ দিন ধরে ভেন্টিলেশন সাপোর্টে ছিলেন তিনি। বৃহস্পতিবার সকাল ৮টা ৫৫ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই বাচিকশিল্পী। বয়স হয়েছিল ৮৩ বছর। রেডিওর উপস্থাপক হিসেবে আবৃত্তিকার দম্পতি পার্থ-গৌরীর পেশাজীবন শুরু। দীর্ঘদিন তারা আকাশবাণী কলকাতার সঙ্গে যুক্ত ছিলেন। তার মৃত্যুতে আবৃত্তি জগতের অন্যতম নক্ষত্রের পতন। রেডিও উপস্থাপক হিসেবে আকাশবাণীতে যোগদান করেছিলেন গৌরী ঘোষ। দীর্ঘদিন যুক্ত ছিলেন রেডিওর সঙ্গে। পার্থ ঘোষ-গৌরী ঘোষ আবৃত্তি জগতের অন্যতম সেরা জুটি। তাদের বাচনভঙ্গির জাদুতেই আবৃত্তি জনপ্রিয়তার শিখরে পৌঁছেছিল। তাদের হাত ধরেই বাংলা কবিতা পৌঁছে গিয়েছে বাঙালির ঘরে ঘরে। রেডিওর পাশাপাশি অনেক অনুষ্ঠানে একসঙ্গে কবিতা পাঠ করেছেন এই জুটি। একাধিক সিডিও ক্যাসেটও রয়েছে তাদের। এই জুটির জনপ্রিয়তা ছিল আকাশছোঁয়া।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়