জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

সময়সীমার মধ্যে দায় ব্যাখ্যা করেনি ইভ্যালি

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : গ্রাহকদের কাছে দায় ব্যাখ্যা করে একটি প্রতিবেদন জমা দেয়ার জন্য ইভ্যালিকে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত সময়সীমা দেয়া হলেও কোনো সাড়া দেয়নি বলে জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান বলেন, নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন জমা না দেয়ায় কী ব্যবস্থা নেয়া হবে সে বিষয়ে সিদ্ধান্ত নেবে সংশ্লিষ্ট কমিটি। দেরিতে জমা দিলে প্রতিবেদন নেয়া হবে কিনা- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ইভ্যালিকে প্রথমে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে হবে। এর আগে, ১৯ আগস্ট ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল মন্ত্রণালয়কে জানিয়েছেন, গ্রাহক এবং ব্যবসায়ীদের কাছে তাদের প্রকৃত দেনা বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া বাংলাদেশ ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লিখিত পরিমাণের চেয়েও বেশি। ১৫ জুলাই পর্যন্ত এ ই-কমার্স প্ল্যাটফর্মের গ্রাহকদের কাছ থেকে নেয়া অগ্রিম, সরবরাহকারীদের বকেয়া এবং অন্যান্য ব্যবসায়িক ঋণসহ মোট দায় ৫৪৩ কোটি টাকা ধার্য করা হয়েছিল। বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া বিবৃতিতে শেয়ারহোল্ডার ইক্যুইটির জন্য অতিরিক্ত এক কোটি টাকা ঋণের কথাও উল্লেখ করা হয়েছে। যার মানে, বর্তমানে ইভ্যালির মোট ঋণ প্রায় ৫৪৪ কোটি টাকা, যা জুনে বাণিজ্য মন্ত্রণালয়ে জমা দেয়া কেন্দ্রীয় ব্যাংকের পরিদর্শন প্রতিবেদনে উল্লিখিত পরিমাণের চেয়ে ১৪০ কোটি টাকা বেশি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়