জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

জাপানে মডার্নার ১৬ লাখ ডোজের প্রয়োগ স্থগিত

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ ডেস্ক : টিকায় অন্য উপাদান মিশে যাওয়ার আশঙ্কায় জাপানে মডার্নার কোভিড টিকার প্রায় ১৬ লাখ ৩০ হাজার ডোজের প্রয়োগ বন্ধ রাখা হয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় টিকাটির ৫ লাখ ৬০ হাজার ভায়ালের একটি ব্যাচের কিছু ডোজে ‘অন্য উপাদান’ পাওয়ার কথা নিশ্চিত করে বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি।
জাপানে এ টিকা বিক্রি ও সরবরাহের দায়িত্বে থাকা তাকেদা ফার্মাসিউটিক্যালস জানায়, সাবধানতার অংশ হিসেবে মডার্না তাদের টিকার আরো তিনটি ব্যাচের সরবরাহ আপাতত স্থগিত রেখেছে। স্পেনে মডার্নার একটি টিকা উৎপাদন কেন্দ্রে ‘অন্য উপাদান’ যুক্ত হয়ে থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি তাকেদা।
আর মডার্না বলেছে, এখন পর্যন্ত নিরাপত্তা বা টিকার কার্যকারিতায় কোনো সমস্যা তারা পায়নি। বিষয়টি আরো খতিয়ে দেখতে নিয়ন্ত্রক সংস্থা ও তাকেদা ফার্মাসিউটিক্যালের সঙ্গে কাজ করার কথাও জানায় তারা।
টিকার ডোজে যে ‘অন্য উপাদান’ পাওয়া গেছে, সেটা আসলে কী, তা এখনো স্পষ্ট নয়। পরীক্ষা-নিরীক্ষার পর তাকেদা একে ‘কণাজাতীয় পদার্থ’ বলছে।
জাপান টাইমস জানায়, সাতটি টিকাদান কেন্দ্রের ৩৯টি ভায়ালে ওই সমস্যা দেখা গেছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ব্যাচ নম্বরগুলো প্রকাশ করেছে, যেন টিকা গ্রহীতারা ওই নম্বর মিলিয়ে জানতে পারেন, সেসব ব্যাচের টিকা তাদের কেউ আগেই পেয়েছেন কিনা।
করোনা ভাইরাসের সংক্রমণের ঊর্ধ্বগতি মোকাবেলায় হিমশিম খাওয়া জাপান গত বুধবার আরো আটটি প্রশাসনিক এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করেছে। দেশটির রাজধানী টোকিওতে এখন প্যারাঅলিম্পিক গেমসও চলছে।
উল্লেখ্য, জাপানে মডার্না ছাড়াও ফাইজার এবং অ্যাস্ট্রাজেনেকার কোভিড টিকা প্রয়োগে অনুমতি দেয়া হয়েছে। তবে অ্যাস্ট্রাজেনেকার টিকা তারা আপাতত দিচ্ছে না। এখন পর্যন্ত দেশটির ৪০ শতাংশের বেশি নাগরিক টিকার সব ডোজ পেয়েছেন। অন্তত এক ডোজ পেয়েছেন এমন নাগরিকের সংখ্যা ৫০ শতাংশের কাছাকাছি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়