জাসদের পাল্টা প্রশ্ন : ১৫ আগস্ট সেলিম মার্কিন দূতাবাসে কী করছিলেন

আগের সংবাদ

কারা এই আইএস-কে? আফগানিস্তানে সক্রিয় নৃশংসতম জঙ্গিগোষ্ঠীর কাবুলে হামলার দায় স্বীকার

পরের সংবাদ

আইসিবি দর বাড়ার শীর্ষে

প্রকাশিত: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১০৫টির বা ২৭.৯৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। গতকাল ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশের (আইসিবি) শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত বুধবার আইসিবির শেয়ারের ক্লোজিং দর ছিল ১২৩.৩০ টাকায়। গতকাল লেনদেন শেষে এর শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৩৫.৬০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ১২.৩০ টাকা বা ৯.৯৭ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে আইসিবি ডিএসইর টপটের গেইনার তালিকার শীর্ষে উঠে আসে।

ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে সিভিও পেট্রোকেমিক্যালের ৯.২০ শতাংশ, আজিজ পাইপসের ৮.৯৪ শতাংশ, আলহাজ টেক্সটাইলের ৮.৭৫ শতাংশ, রিজেন্ট টেক্সটাইলের ৮.৪৪ শতাংশ, মেট্রো স্পিনিংয়ের ৭.৬৯ শতাংশ, ন্যাশনাল টির ৭.৪৮ শতাংশ, মাইডাস ফাইন্যান্সের ৭.২১ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৭.০১ শতাংশ এবং ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ইউনিট দর ৬.৩৮ শতাংশ বেড়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়