ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

ভাসানচরে পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

নোয়াখালী প্রতিনিধি : হাতিয়ার ভাসানচর আশ্রয়ণ প্রকল্প-৩ এ চেয়ারম্যান দীঘি এলাকার লেকের পানিতে ডুবে ৩ রোহিঙ্গা শিশুর মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুজন একই পরিবারের। গত মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে- ভাসাচরের ৫৪নং ক্লাস্টারের বি-৯/১০ নম্বর কক্ষের দলিলুর রহমানের ছেলে জামাল হোসেন (৯), তার ভাই আনিসুর রহমান (৬) ও ১১/১২ নম্বর কক্ষের আব্দুর সবুরের ছেলে মো. হাফসা (৫)। পুলিশ জানায়, সকালে ৫৪নং ক্লাস্টার থেকে জামাল হোসেন, আনিসুর রহমান, হাফসা ও জুনায়েদ নামের চার শিশু বের হয়ে চেয়ারম্যান দীঘি এলাকায় খেলতে যায়। খেলা অবস্থায় অসাবধানতাবশত পার্শ্ববর্তী একটি লেকের পানিতে পড়ে যায় জামাল, আনিস ও হাফসা। এটি দেখতে পেয়ে জুনায়েদ (৬) দৌড়ে এসে ক্লাস্টারে থাকা লোকজনকে জানায়। খবর পেয়ে তারা লেক থেকে ডুবন্ত অবস্থায় ৩ শিশুকে উদ্ধার করে ভাসানচর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। জেলা পুলিশ সুপার মো. শহীদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়