ওবায়দুল কাদের : ২১ আগস্ট মামলার আপিল শুনানি শুরু শিগগিরই

আগের সংবাদ

মহামারিতে মেগা প্রকল্পে স্থবিরতা

পরের সংবাদ

বাছুর মারা যাওয়ায় পশু চিকিৎসককে পিটিয়ে আহত

প্রকাশিত: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের মধুখালীতে চিকিৎসা দেয়ার পরও গরুর বাছুর মারা যাওয়ায় এক পশু চিকিৎসককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় গত মঙ্গলবার মধুখালী থানায় একটি অভিযোগ দিয়েছেন ওই চিকিৎসক। এর আগে সোমবার বিকালে মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ভাটিকান্দি মথুরাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত পশু চিকিৎসকের নাম শাহাদৎ হোসেন (৪০)। তিনি মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। পার্শ্ববর্তী ভাটিকান্দি মথুরাপুর গ্রামের হারুনর রশিদ মোল্যার ছেলে মো. হাসান মোল্যার (২৫) বিরুদ্ধে মারধরের অভিযোগ উঠেছে। এ বিষয়ে মধুখালী থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়