ডুপ্লেক্স বাসায় অগ্নিকাণ্ডে দুই গৃহকর্মীর মৃত্যু

আগের সংবাদ

খোঁড়াখুঁড়িতে জনদুর্ভোগ : লকডাউনে কাজ করলে এখন ভোগান্তি হতো না > জমানো পানিতে বাড়ছে এডিস মশা

পরের সংবাদ

এসজেআইবিএল : ফরিদপুরে ত্রাণসামগ্রী বিতরণ

প্রকাশিত: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

করপোরেট সামাজিক দায়বদ্ধতা কর্মসূচির অংশ হিসেবে শাহ্জালাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসজেআইবিএল) ফরিদপুর শাখার উদ্যোগে করোনায় কর্মহীন মানুষের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। ২৩ আগস্ট ফরিদপুর সদর উপজেলার স্লুইসগেট বেড়িবাঁধ ও বাখুন্ডাতে হা-মীম গ্রুপের চেয়ারম্যান মো. মোতালেব হোসেন প্রধান অতিথি হিসেবে পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী বিতরণ করেন।
এ সময় অন্যদের মধ্যে ব্যাংকের ফরিদপুর শাখার ব্যবস্থাপক মনিরুল ইসলাম, বাংলাদেশ প্রবীণ হাসপাতালের পরিচালক ড. মু. আবুল হাশেম, বেসরকারি উন্নয়ন সংস্থা আমরা কাজ করি’র (এ কে কে) নির্বাহী পরিচালক এম এ জলিল, বি এম আলাউদ্দিন ও ইউপি সদস্য আব্দুল জলিল উপস্থিত ছিলেন। ত্রাণ হিসেবে প্রতি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ প্যাকেট সেমাই, ১ কেজি লবণ এবং ১ পিস সাবান বিতরণ করা হয়েছে। বিজ্ঞপ্তি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়