মানুষের কল্যাণ করার জন্যই আল্লাহ বাঁচিয়ে রেখেছেন : সাক্ষাৎকারে শেখ হাসিনা

আগের সংবাদ

প্রশাসনের উচ্চপর্যায়ে বিভাজন! মাঠ প্রশাসনকে কেন্দ্রের বিশেষ নির্দেশনা : জানালেন মন্ত্রিপরিষদ সচিব

পরের সংবাদ

জোলির ইনস্টাগ্রামে আফগান কিশোরীর চিঠি

প্রকাশিত: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ২৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : আমেরিকান অভিনেত্রী, নির্মাতা ও মানবতাকর্মী অ্যাঞ্জেলিনা জোলি এতদিন ইনস্টাগ্রামে ছিলেন না। এবার অ্যাকাউন্ট খুলতেই একদিনে জুটে গেল ৪৫ লাখ ফলোয়ার। তারপর আর এক মুহূর্তও দেরি করলেন না। পোস্ট করলেন এক আফগান কিশোরীর আর্তনাদ। জোলিকে কী লিখেছে ওই কিশোরী? নিজের ইনস্টাগ্রামের প্রথম পোস্টেই চিঠিটির একটি ছবি শেয়ার করে জোলি লিখেছেন, ‘চিঠিটি এক আফগান টিনএজার মেয়ে আমার কাছে পাঠিয়েছে। দেশটির লোকজন এখন নিজেদের মুক্তভাবে সামাজিক মাধ্যমগুলোতে নিজেদের মতামত প্রকাশ করতে পারছে না। তাই ওই কিশোরীর হয়ে চিঠিটি শেয়ার করতেই ইনস্টাগ্রামে এলাম আমি। লম্বা চিঠিতে কিশোরী যা লিখেছে তার সারকথা হলো- তারা এখন স্বাধীনভাবে ঘুরতে পারছে না। স্কুলে যেতে পারছে না। এ পর্যন্ত যত পরীক্ষার প্রস্তুতি নিয়েছিল তার সবই হাওয়ায় উড়ে গেছে। জোলি তার পোস্টে আরো জানালেন, নাইন-ইলেভেনের ঠিক দুই সপ্তাহ আগে তিনি আফগান সীমান্ত এলাকায় ছিলেন। সেখানে তালেবানের ভয়ে পালিয়ে আসা শরণার্থীদের অবস্থা দেখতে গিয়েছিলেন তিনি। ‘এটা রীতিমতো অসুস্থ একটা দৃশ্য যে আবারো আফগানদের বাস্তুহারা হতে দেখছি। আবারো তাদের দেশটাকে আঁকড়ে ধরেছে অনিশ্চয়তা।’ তবে অন্য আরো অনেকের মতো জোলিও প্রতিশ্রæতি দিয়েছেন, তিনি মুখ ফিরিয়ে নেবেন না। ‘আমি কোনো না কোনো পথ খুঁজে নেয়ার চেষ্টা করবই। আশা করি আমার সঙ্গে অন্যরাও যোগ দেবে।’ যোগ করেন জোলি।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়