অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

‘মূল মগ্নতা পড়াশোনাকে ঘিরেই’

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

প্রতিযোগিতামূলক অনুষ্ঠান ‘সেরাকণ্ঠ’ থেকে উঠে আসেন কণ্ঠশিল্পী রাকিবা ইসলাম ঐশি। সংগীত চর্চার পাশাপাশি বর্তমানে ব্যস্ত আছেন লেখাপড়া নিয়ে। তারকালাপে আজ কথা বললেন তিনি-
বর্তমান ব্যস্ততা কী নিয়ে?
গানের চেয়ে এখন আমার বেশি মনোযোগ লেখাপড়ায়। বাবার ইচ্ছা ছিল মেয়ে বড় হয়ে ডাক্তার হবে। কিন্তু বাবার স্বপ্ন পূরণ করতে পারিনি। তাই জীবনে ভালো একটা কিছু করতেই হবে- এই জেদটা আমার ভেতরে রয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে রাগ সংগীতে অনার্স করার পর এখন মাস্টার্স করছি। আপাতত মূল মগ্নতা পড়াশোনাকে ঘিরেই। ফাঁকে ফাঁকে গানও করছি।
নতুন কোন গান করলেন?
রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবসে ‘দূরে কোথায় দূরে দূরে’ গানটি গেয়েছি। এটি প্রকাশ করেছি আমার ইউটিউব চ্যানেল ‘রাকিবা ঐশী’তে। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রতি আমার পরম শ্রদ্ধা নিবেদন করেই গানটি করেছি। কেমন গেয়েছি জানি না, তবে আমি যে গান গাই তা নিজের মধ্যে লালন করে ধারণ করেই গাই। আমার পূর্ণ মনোযোগ ছিল গানটি গাইবার ক্ষেত্রে। আশা করি শ্রোতা-দর্শকের ভালো লাগবে।
রবিঠাকুরের গানের বাইরে অন্যান্য গান প্রসঙ্গেও জানতে চাই…
গত ঈদে চ্যানেল আইতে কিংবদন্তি সংগীতশিল্পী আঞ্জুমান আরা বেগমের গান গেয়েছিলাম। এর আগে ওয়াইবিটসে প্রকাশ পেয়েছে আমার আর ইউসুফের কণ্ঠে ‘একটা স্বপ্ন নিয়ে আয়’ গানটি। এটি লিখেছেন শাখাওয়াত হোসেন মারুফ আর সুর করেছেন ইউসুফ খান।
সংগীত ভুবনে গুরু হিসেবে কাদেরকে পেয়েছেন?
আমার হাতেখড়ি সুনামগঞ্জের জামালগঞ্জের ওস্তাদ গৌরাঙ্গ চন্দ্র বণিকের কাছে। পরবর্তীতে সুনামগঞ্জের দেবদাস চৌধুরী রঞ্জন এবং বর্তমানে রেজওয়ান আলী লাভলুর কাছে তালিম নিচ্ছি।
: বিনোদন প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়