অক্সিজেন ঘাটতি নিয়ে রওশন এরশাদ আইসিইউতে

আগের সংবাদ

এবার লক্ষ্য কূটনৈতিক জয় : তালেবানের ওপর বাড়ছে আন্তর্জাতিক চাপ >> চ্যালেঞ্জের মুখে ভারত

পরের সংবাদ

নিশো-মেহজাবিনের নতুন রেকর্ড

প্রকাশিত: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৮, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : বাংলা নাটকের ইতিহাসে দ্রুততম দুই কোটি ভিউয়ের তালিকায় এক নাম্বরে জায়গা করে নিয়েছে আফরান নিশো-মেহজাবীন চৌধুরী অভিনীত একক নাটক ‘শিল্পী’। ১৬ আগস্ট নাটকটি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করে। আর এটি অর্জন করতে নাটকটির সময় লেগেছে মাত্র ২১০ দিন। মহিদুল মহিম পরিচালিত ‘শিল্পী’ নাটকটির পরেই অবস্থান করছে মিজানুর রহমান আরিয়ানের ‘বড় ছেলে’। এটি দুই কোটি ভিউয়ের ঘর অতিক্রম করতে সময় নিয়েছে ৫৭৭ দিন। গত ১৮ জানুয়ারি ‘শিল্পী’ প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করা হয়। শুধু ভিউয়ের রেকর্ডই নয়, নাটকটিতে ব্যবহৃত ‘বুক চিন চিন’ ও ‘বিধি তুমি বলে দাও’ শিরোনামের দুটো পুরনো সিনেমার গানের রিমেক ভার্সনও বেশ ভাইরাল। দ্রুততম সময়ে দুই কোটি ভিউ হওয়া প্রসঙ্গে নির্মাতা মহিদুল মহিম বলেন, ‘পুরো বাঙালির বুক চিন চিন ধরিয়ে আমাদের ‘শিল্পী’ দেখিয়ে দিলো তার প্রভাব। এটাকে আমি অবিশ্বাস্য অর্জন বলবো। কৃতজ্ঞতা প্রকাশ করছি, এই নাটকের প্রধান দুই শিল্পী নিশো ভাই ও মেহজাবীন আপুকে। তাদের অভিনয় গুণেই এটা সম্ভব হয়েছে।’ উল্লেখ্য, দুজন স্ট্রিট সিঙ্গারের জীবন, প্রেম ও প্রতিযোগিতা নিয়ে তৈরি হয়েছে ‘শিল্পী’।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়