বিজিএমইএ : সব স্থলবন্দর দিয়ে ইয়ার্ন আমদানির সুযোগ দাবি

আগের সংবাদ

করের আওতায় আসছেন ব্যাংকের কার্ডধারীরা!

পরের সংবাদ

আইনি ব্যবস্থা নিল ‘রেহানা মরিয়ম নূর’ টিম

প্রকাশিত: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : প্রথম কোনো বাংলাদেশি সিনেমা হিসেবে ‘রেহানা মরিয়ম নূর’ স্থান পেয়েছিল এবারের কান উৎসবে। এটি স¤প্রতি অংশ নিয়েছে মেলবোর্ন ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভালেও। সেখানে গত ১৪ আগস্ট টিকিটের মাধ্যমে অনলাইন স্ক্রিনিং করা হয়। এরপর থেকে প্রশংসা পাচ্ছিলেন সিনেমার প্রধান অভিনেত্রী আজমেরী হক বাঁধনসহ সংশ্লিষ্টরা। তবে এটা উৎসব-দর্শকদের প্রতিক্রিয়া নয়। ইতোমধ্যে সিনেমাটি ছড়িয়ে পড়েছে অন্তর্জালে। এমন ঘটনার প্রতিক্রিয়ায় বাঁধন বললেন, ‘আমি, সাদ, আমরা সবাই ভীষণ আপসেট হয়ে আছি। আমরা আইনি ব্যবস্থা নিচ্ছি।’ এদিকে পুলিশের সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ দায়ের শেষে সিনেমাটির নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু বললেন, ‘প্রশাসনের পক্ষ থেকে আমরা যথেষ্ট আন্তরিকতা ও সাহস পেয়েছি। তারা এই পাইরেসি রোধে এরমধ্যে মাঠে নেমেছেন তারা। যে যে ইমেইল অথবা আইপি অ্যাড্রেসের মাধ্যমে সিনেমাটিকে ছড়ানো হচ্ছে তাদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। এখন দরকার মিডিয়ার সবার সহযোগিতা। কারণ, আমরা মানসিকভাবে খুবই বিপর্যস্ত অবস্থায় আছি।’ মেলবোর্ন ফেস্টিভালে ছবিটি আজ এবং আগামী ২১ আগস্ট দুটি অনলাইন প্রদর্শনী হওয়ার কথা থাকলেও আপাতত তা স্থগিত করা হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়