অশ্রুডানায় সূর্য খোঁজার পালা

আগের সংবাদ

শূন্য অর্থনীতি থেকে উন্নয়নের রোল মডেল

পরের সংবাদ

চট্টগ্রামে সিপিবির সমাবেশ : রূপসায় াম্প্রদায়িক হামলায় জড়িতদের বিচার করতে হবে

প্রকাশিত: আগস্ট ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৫, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অফিস : খুলনার রূপসায় সাম্প্রদায়িক হামলার প্রতিবাদ এবং জড়িতদের বিচার দাবিতে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) উদ্যোগে গতকাল শনিবার বিক্ষোভ সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের ৫০ বছরে আমরা পদার্পণ করেছি। অথচ দেশ চলছে মুক্তিযুদ্ধের চেতনার বিপরীত ধারায়। রাষ্ট্রীয়ভাবে সাম্প্রদায়িক অপশক্তিকে মদত দেয়া হচ্ছে। সরকার সাম্প্রদায়িক অপশক্তির ‘পরামর্শ’ মেনে চলছে। নেতারা বলেন, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ওপর একের পর এক হামলা হচ্ছে। কিন্তু হামলার যথাযথ বিচার হচ্ছে না। সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার এখন ব্যস্ত রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে। সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদতে সাম্প্রদায়িক গোষ্ঠী বেপরোয়া হয়ে উঠেছে। দেশ ও মানুষ বাঁচাতে সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে।
গতকাল বিকালে নগরীর চেরাগী পাহাড় চত্বরে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) চট্টগ্রাম জেলার বিক্ষোভ সমাবেশে বক্তারা এসব কথা বলেন। খুলনা জেলার রূপসা উপজেলার শিয়ালি গ্রামে সাম্প্রদায়িক হামলা এবং হিন্দু সম্প্রদায়ের কয়েকটি মন্দির, বেশ কিছু দোকানপাট ও বসতবাড়ি ভাঙচুরের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে এই সমাবেশের আয়োজন করা হয়। সিপিবি চট্টগ্রাম জেলার ভারপ্রাপ্ত সভাপতি আবদুল নবীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সিপিবি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা মো. শাহ আলম, কেন্দ্রীয় কমিটির সদস্য মৃণাল চৌধুরী, জেলা কমিটির সাধারণ সম্পাদক অশোক সাহা, সম্পাদকমণ্ডলীর সদস্য মো. জাহাঙ্গীর, উত্তম চৌধুরী, নুরুচ্ছাফা ভূঁইয়া, অমৃত বড়–য়া, প্রমোদ বড়–য়া, প্রদীপ ভট্টাচার্য, সাইফুদ্দিন সাকু, নারীনেত্রী রেখা চৌধুরী, রাহাতউল্লাহ্ জাহিদ, অমিতাভ সেন প্রমুখ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়