একাই কোকোর কবর জিয়ারত করলেন রিজভী

আগের সংবাদ

বঙ্গবন্ধু হত্যার পরিবেশ তৈরি করে পাকিস্তান ও আমেরিকা

পরের সংবাদ

বঙ্গমাতা রূপে পূর্ণিমা

প্রকাশিত: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৪, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘অসমাপ্ত আত্মজীবনী’ অবলম্বনে নির্মিত হয়েছে চলচ্চিত্র ‘চিরঞ্জীব মুজিব’। এর চিত্রনাট্য করেছেন জুয়েল মাহমুদ এবং নির্মাণ করেছেন নজরুল ইসলাম। চলচ্চিত্রটি নিবেদন করছেন শেখ হাসিনা ও শেখ রেহানা। এই চলচ্চিত্রেই বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে অভিনয় করেছেন নায়িকা পূর্ণিমা। এরই মধ্যে চলচ্চিত্রের শুটিংও শেষ। জানা গেছে আগামী ২৮ সেপ্টেম্বর চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ‘চিরঞ্জীব মুজিব’ চলচ্চিত্রে কাজ করে ভীষণ উচ্ছ¡সিত পূর্ণিমা। পূর্ণিমা বলেন, ‘চিরঞ্জীব মুজিব চলচ্চিত্রে অভিনয় করা আমার অভিনয় জীবনের অনেক বড় এক প্রাপ্তি।’
আমি আমাদের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার মা শেখ ফজিলাতুন্নেছা মুজিব অর্থাৎ বঙ্গমাতার চরিত্রে অভিনয় করতে পেরেছি- এটা আমার জন্য সত্যিই অনেক অনেক ভালোলাগার এবং গর্বেরও বটে। এই চলচ্চিত্রের শুটিংয়ে আমি চার দিন অংশ নিয়েছি।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়