সবুজ বাংলাদেশকে সবুজতর করার আহ্বান আইজিপির

আগের সংবাদ

হুমকির মুখে রোহিঙ্গা জাতিসত্তা : বিশ্বব্যাংক ও জাতিসংঘের প্রস্তাব নিয়ে কূটনৈতিক বিশ্লেষকদের অভিমত

পরের সংবাদ

৩৩৩ নম্বরে ফোন করে মিলল খাদ্য সহায়তা

প্রকাশিত: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১৩, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি : দশমিনা উপজেলায় কয়েক দিনের লকডাউনে কর্মহীন হয়ে পড়া হতদরিদ্র সহ¯্রাধিক পরিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা পেয়েছে। ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তার আবেদন করা ৬৩০ জনকে গতকাল বৃহস্পতিবার বিকালে এই খাদ্য সহায়তার প্যাকেট বিতরণ করা হয়।
উপজেলা পরিষদের সামনে এসব খাদ্য বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল আমিন। খাদ্যসামগ্রীর প্রতি প্যাকেটে আট কেজি চাল, এক কেজি ডাল, এক কেজি তেল, এক কেজি লবণ ও একটি সাবান দেয়া হয়েছে। এর আগে ৩৩৩ নম্বরে ফোন করে প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেয়েছেন দশমিনা উপজেলার ৪৪৯ জন হতদরিদ্র কর্মহীন মানুষ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়