খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

কবীর সুমনের ‘বেজে ওঠা স্মৃতি’

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : কবীর সুমন, যরি সঙ্গে জড়িয়ে আছে প্রেম-বিদ্রোহ, আনন্দ-বেদনা। বর্ণাঢ্য এ জীবনের গল্প শোনাবেন সুমন। সামাজিত যোগাযোগ মাধ্যমে গত বুধবার এক পোস্টে এ শিল্পী লেখেন, আমার অনেক দিনের ইচ্ছে ইউটিউবে আমার স্মৃতিকথা বলতে থাকি। আর দেরি নয়। আজই শুরু করছি রেকর্ডিং। ভিডিও নয়, খুব বড় ফাইল হয়ে যাবে। অডিও ফাইল বানাচ্ছি। সিরিজের নাম ‘বেজে ওঠা স্মৃতি’। তিনি আরো লেখেন, যখন যা যেভাবে মনে পড়বে বলে যাব। কালানুক্রম থাকবে এমন কথা দিচ্ছি না। থাকবে না ধরে নেয়াই ভালো। সুর, তাল, ছন্দ থাকবে তার অনেকটাই জুড়ে। যে কেউ শুনতে পারেন। গত মার্চে ৭৩ বছরে পা দিয়েছেন কবীর সুমন। সেই জন্মদিনে তার জীবনের প্রথম গ্রামোফোন রেকর্ডের গল্প জানিয়েছিলেন তিনি। স¤প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন এ সংগীতশিল্পী। হাসপাতালের বিছানায় শুয়ে শুয়েই বেঁধেছিলেন নতুন সুর-রাগ। তার প্রতিবাদী গান কাঁটাতার পেরিয়ে শামিল হয় প্রতিরোধ, প্রতিবাদ আর দাবি আদায়ের মিছিলে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়