খুলনায় মন্দির ও প্রতিমা ভাঙচুর : সম্প্রীতি পরিষদ ও বিশিষ্ট নাগরিকদের প্রতিবাদ

আগের সংবাদ

হার্ড ইমিউনিটি কতটা সম্ভব : নতুন নতুন ধরন নিয়ে শঙ্কা >> টিকার সুফল কিছুটা হলেও মিলবে : আশা বিশেষজ্ঞদের

পরের সংবাদ

উপন্যাস লিখেছেন ফেরদৌস

প্রকাশিত: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১২, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন প্রতিবেদক : নতুন এক পরিচয়ে উপস্থিত হতে যাচ্ছেন চিত্রনায়ক ফেরদৌস। শিগগির তাকে লেখক হিসেবে পাওয়া যাবে। স¤প্রতি একটি উপন্যাস লেখার কাজ শেষ করেছেন তিনি। দুই বছর ধরে উপন্যাসটি লিখছিলেন। তার এই উপন্যাসের নাম ‘এই কাহিনি সত্য নয়’। চলচ্চিত্রে অভিনয়ের জন্য চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ফেরদৌস। বাংলাদেশ ছাড়াও ভারতের বাংলা ও হিন্দি সিনেমায় অভিনয় করেছেন তিনি। অভিনয় ছাড়াও ‘এক কাপ চা’ নামের একটি সিনেমা প্রযোজনা করেছেন এই নায়ক। উপন্যাস প্রসঙ্গে ফেরদৌস বলেন, ‘আমি লিখতে ও পড়তে ভালোবাসি। সময় পেলে কিছু না কিছু লিখতে চেষ্টা করি। সেভাবেই দুই বছরের চেষ্টায় আমার এই উপন্যাস। এখন থেকে মাঝে মধ্যে লিখতে চাই। স্মৃতিচারণামূলক কিছু লেখা লিখব। একান্ত কিছু অনুভূতির কথা লিখব। ভক্ত ও পাঠকের সঙ্গে আমার ভাবনাগুলো শেয়ার করতে চাই।’ ফেরদৌস আরো বলেন, ‘আমার জীবনের চলার পথের সঙ্গে একটি কাল্পনিক ঘটনা জুড়ে দিয়েছি। ভক্তদের জন্য এটি আমার উপহার। এখন কাটাছেঁড়ার কাজ চলছে। আশা করছি, আগামী বইমেলায় উপন্যাসটি প্রকাশ পাবে।’

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়