নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

বলিউড অভিনেতা অনুপম শ্যামের বিদায়

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : ভারতের বর্ষীয়ান অভিনেতা অনুপম শ্যাম মারা গেছেন। কয়েক দিন আগে কিডনি সমস্যার জেরে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ৬৩ বছর বয়সি এই অভিনেতাকে। এরপর তিনি ছিলেন ভেন্টিলেটর সাপোর্টে। গত রবিবার মাল্টি অর্গান ফেইলিউর বা একাধিক অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে মৃত্যু হয় এ অভিনেতার। দীর্ঘ কয়েক দশক ধরে অভিনয় জগতের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তবে ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ সিরিয়ালের ঠাকুর সজ্জন সিং হিসেবেই দর্শক মনে আলাদা জায়গা করে নিয়েছেন এ অভিনেতা। ১৯৯৬ সালে শ্যাম বেনেগালের ‘সর্দারি বেগম’ সিনেমার সঙ্গে অভিনয় জীবন শুরু অনুপম শ্যামের। এরপর ‘দিল সে’, ‘জখম’, ‘দুশমন’, ‘সত্যা’, ‘হাজারো খাওয়াইশে অ্যায়সি’র মতো ভিন্ন ধারার সিনেমায় দর্শক তার অভিনয়ের জাদু দেখেছে। ছোট পর্দায় ‘মন কি আওয়াজ প্রতীজ্ঞা’ ছাড়াও অনুপম শ্যামকে দেখা গেছে ‘রিসতে’, ‘ডোলি আরমানো কি’, ‘কৃষ্ণা চলি লন্ডন’-এর মতো ধারাবাহিকে। তার মৃত্যুতে শোক নেমে এসেছে বিনোদন অঙ্গনে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়