নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

পিরিয়ড নিয়ে অকপট অনন্যা পাণ্ডে

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক : সম্প্রতি এক ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে স্কুলের দিনে একটি ঘটনার কথা তুলে ধরেছেন বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে। তিনি বলেন, ‘আমি তখন নবম শ্রেণিতে পড়ি। স্কুলের একটি ক্রীড়া প্রতিযোগিতায় অধিনায়ক হয়েছিলাম। একটি পদকও জিতেছিলাম। সব নাম ঘোষণা না হওয়া পর্যন্ত স্ট্যান্ডে অপেক্ষা করছি। ঠিক তখন এক বন্ধু বলল, যে আমার শর্টসে দাগ লেগেছে। তখনই আমার সবেমাত্র ঋতুস্রাব শুরু হয়েছিল। আমি দৌড়ে ওয়াশরুমে গিয়ে লুকিয়েছিলাম। তখন আমি শুনতে পাচ্ছি ওদিক থেকে আমার নাম ঘোষণা করা হচ্ছে। কিন্তু আমি আমার পুরস্কার নিতে বের হতে পারিনি! কারণ ভীষণই বিব্রত বোধ করছিলাম। সেদিনের সেই ঘটনার কথা ভাবলে আজো খারাপ লাগে। আশাকরি স্কুলগুলো ছাত্রছাত্রীদের শেখাবে- ঋতুস্রাব ভীষণই স্বাভাবিক একটি প্রক্রিয়া, এটা নিয়ে অপ্রস্তুত হওয়ার কিছু নেই।’ ‘স্টুডেন্ট অফ দ্য ইয়ার ২’র মাধ্যমে ইন্ডাস্ট্রিতে পা রাখেন চাঙ্কি পাণ্ডের কন্যা। বলিউডের ইনসাইডার হওয়ায় শুরু থেকেই বিতর্ক আর ট্রোল পিছু ছাড়েনি অনন্যার। বর্তমানে শকুন বাত্রার নতুন সিনেমাতে দেখা মিলবে অনন্যার।
এছড়াও দক্ষিণী বিজয় দেবরকোন্ডার বিপরীতে ‘লাইগার’ সিনেমার নায়িকা অনন্যা।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়