নির্ধারণ হবে আশুরার তারিখ : জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসছে আজ

আগের সংবাদ

সংক্রমণ ঠেকানোর কৌশল কী

পরের সংবাদ

তা র কা লা প : ‘আমার চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং’

প্রকাশিত: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ১০, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

অভিনেত্রী ও উপস্থাপিকা শম্পা রেজা।
খুব শিগগিরই মুক্তি পাবে তার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি। সিনেমা ও সমসাময়িক অন্যান্য বিষয়ে কথা বলেছেন তিনি-
লন্ডন থেকে কবে ফিরলেন?
এই তো কিছুদিন আগে ফিরলাম। তাও প্রায় সাত মাস পর। নাতিকে দেখতে গিয়েছিলাম। যখন লন্ডনে যাই, তখন সেখানে লকডাউন ছিল।
আপনার অভিনীত ‘পদ্মাপুরাণ’ সিনেমাটি স¤প্রতি সেন্সরবোর্ডের ছাড়পত্র পেয়েছে। সিনেমাটি নিয়ে কিছু বলুন…
পদ্মানদীর চরে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে শুটিং করেছিলাম আমরা। করোনার প্রাদুর্ভাব কমলেই এটি মুক্তি পাবে। যখনই মুক্তি পাক, ছবিটি দর্শকের মনে দাগ কাটবে বলেই আমার বিশ্বাস। কারণ ছবির গল্প, চরিত্র, নির্মাণ- প্রতিটি ধাপে ভিন্নতার ছাপ তুলে ধরার চেষ্টা করা হয়েছে। সিনেমায় আমি একজন তৃতীয় লিঙ্গের প্রধানের চরিত্রে অভিনয় করছি। চরিত্রটি বেশ চ্যালেঞ্জিং।
ছোটপর্দায় অভিনয়ের খবর কী?
‘জমিদার বাড়ী’ ধারাবাহিকে নিয়মিত কাজ করি। নির্মাতা সাজ্জাদ হোসেন দোদুল চেয়েছেন গল্প উপস্থাপনের ধরনটা যেন সব নাটক থেকে আলাদা হয়। এই নাটকে আমি ৮০ বছরের এক নারীর চরিত্রে অভিনয় করেছি। অভিনয়ের অনেক জায়গা আছে।
গানের একটি অনুষ্ঠান উপস্থাপনাতেও আপনাকে দেখা যায়….
মাইটিভিতে প্রচারিত ‘আমার গান’ অনুষ্ঠানটিই এখন নিয়মিত উপস্থাপনা করি। করোনার কারণে কয়েক মাস প্রচার বন্ধ ছিল। আমি নিজেও গানের মানুষ। গানের মানুষদের সঙ্গে মিশতে, তাদের সম্পর্কে জানতে ভালোই লাগে। অনুষ্ঠানটি আমি উপভোগ করি।
আপনার নিজের গান নিয়ে কিছু বলুন…
আমার একটি অ্যালবাম প্রকাশ করেছিলাম সেই দুই দশক আগে। এরপর অভিনয় ব্যস্ততায় আর এ পথে হাঁটা হয়নি। প্রকাশ করিনি নতুন কোনো গান। তবে গানের সাধনা কখনোই ছাড়িনি। নিয়মিত গানের চর্চা করি। অসংখ্য গান জমা হয়েছে। সেগুলো থেকে বাছাই করে কয়েকটি গান প্রকাশের ইচ্ছা রয়েছে।
:: বিনোদন প্রতিবেদক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়