জন্মদিন : প্রমথ চৌধুরীর সাহিত্যচিন্তা

আগের সংবাদ

বঙ্গবন্ধুর চোখে বঙ্গমাতা

পরের সংবাদ

প্রশংসিত লারা দত্ত

প্রকাশিত: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৭, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

গত সপ্তাহে মুক্তি পেয়েছে অক্ষয় কুমারের ‘বোম্বে বেলভেট’ ছবির ট্রেলার। এই ছবিতে রয়’র অফিসারের ভূমিকায় দেখা যাবে অক্ষয়কে। সত্যি ঘটনার ওপর তৈরি এই ছবি একটি অ্যাকশন থ্রিলার। মঙ্গলবার ট্রেলার মুক্তি পাওয়ার পর যাকে দেখে চিনতেই পারেননি দর্শক, তিনি হলেন তৎকালীন প্রধানমন্ত্রীর ভূমিকায় লারা দত্ত। পিএম গান্ধীর লুকে লারা দত্তকে চিনতেই পারেননি দর্শকরা। ট্রেলার দেখার পর থেকেই মেকআপ আর্টিস্টের প্রশংসায় পঞ্চমুখ নেটিজেনরা। অক্ষয় কুমারের নতুন ছবি ‘বোম্বে ভেলবেট’ এই বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। সাড়ে তিন মিনিটের এই ট্রেলারে অক্ষয়কে দেখা যাচ্ছে একজন আন্ডারকভার এজেন্টের ভূমিকায়। তবে এই প্রথম নয়। এর আগেও বড় পর্দায় অক্ষয়কে রয়ের অফিসারের চরিত্রে দেখা গিয়েছে। ছবিটির পরিচালনার দায়িত্বে ছিলেন রনজিত তিওয়ারি। প্লেন হাইজ্যাককে কেন্দ্র করেই ছবির গল্প। ১৯৮৪ সালের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ছবির চিত্রনাট্য। সেই বছর অপারেশন ব্লুস্টার হয়, হত্যা করা হয় ইন্দিরা গান্ধীকে। তবে ছবির ট্রেলার প্রকাশ্যে আসার পর থেকে যিনি চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন তিনি হলেন লারা। ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করেছেন লারা দত্ত। তার নতুন লুক এতটাই বিশ্বাসযোগ্য যে, বোঝাই যায়নি লারা দত্তই এই চরিত্রে অভিনয় করছেন। ৪৬ বছর বয়সি অভিনেত্রী জানান, পর্দায় ইন্দিরা গান্ধীর চরিত্রকে ফুটিয়ে তোলা এটা একটা বিশাল গুরু দায়িত্ব। তার বডি ল্যাঙ্গোয়েজ আয়ত্ত করাটাই সবথেকে বড় চ্যালেঞ্জ। এর আগে বিভিন্ন অভিনেত্রীকে দেখা গিয়েছে ইন্দিরা গান্ধীর চরিত্রে। তবে ট্রেলার সামনে আসার পর থেকে এতটা আলোচনা আর কোনো অভিনেত্রীকে নিয়ে হয়নি। কেউ কেউ তো বলেই বসলেন লারার মেকআপ আর্টিস্টকে জাতীয় পুরস্কার দেয়া হোক। কেউ কেউ আবার অভিভূত লারাকে এই লুকে দেখে। অক্ষয় কুমার ও লারা দত্ত ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন হুমা কুরেশি, বানি কাপুর, বাসু ভাগনানি, জ্যাকি ভাগনানিসহ অন্যরা। ২ ডি ও ৩ডি দুই ফরম্যাটেই মুক্তি পাবে এই ছবি। কোভিডের দ্বিতীয় ঢেউ পরবর্তী পরিস্থিতিতে ‘বোম্বে ভেলবেট’ ছবিটি সবথেকে বড় রিলিজ। তবে ছবির শুটিং এখনো একটু বাকি আছে। যার জন্য খুব শিগগিরই স্কটল্যান্ড উড়ে যাবে লারা, হুমারা। আগামী ১৯ আগস্ট মুক্তি পাবে এই ছবি।
:: মেলা ডেস্ক

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়