চাঁদাবাজির মামলা ৪ দিনের রিমান্ডে দর্জি মনির

আগের সংবাদ

বন্যার পদধ্বনি : পদক্ষেপ এখনই নিতে হবে

পরের সংবাদ

সুন্দরবনে বিপুল পরিমাণ চিংড়ি জব্দ

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক, বাগেরহাট : নিষেধাজ্ঞা না মেনে সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকারের সময় ৮ মণ চিংড়ি মাছ জব্দ করেছে বাগেরহাট পূর্ব সুন্দরবন বিভাগের বনরক্ষীরা। গত বুধবার ভোর রাতে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আন্ধারিয়া খালে থাকা একটি নৌকা থেকে এ মাছ জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বনরক্ষীরা।
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের এসিএফ (সহকারী বন সংরক্ষক) এনামুল হক বলেন, সুন্দরবনে তিন মাস পাস পারমিট বন্ধ রয়েছে। নিষিদ্ধ এ সময়ে সুন্দরবনের আন্ধারিয়া খালে অবৈধ অনুপ্রবেশ করে মাছ শিকার করা হচ্ছে- এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বন বিভাগ। এ সময় খালে থাকা একটি নৌকা তল্লাশি করে ৮ মণ চাকা চিংড়ি ও দুটি ককসেট ও প্লাস্টিকের বস্তা জব্দ করা হয়।
এ সময় বনরক্ষীদের উপস্থিতি টের পেয়ে দুর্বৃত্তরা বনের গহিনে পালিয়ে যায়। জব্দকৃত মাছগুলো কেরাসিন তেল দিয়ে মিশিয়ে মাটি চাপা দেয়া হয়েছে এবং নৌকাটি ভেঙে ফেলা হয়।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়