চাঁদাবাজির মামলা ৪ দিনের রিমান্ডে দর্জি মনির

আগের সংবাদ

বন্যার পদধ্বনি : পদক্ষেপ এখনই নিতে হবে

পরের সংবাদ

শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে কে এম খালিদের শ্রদ্ধা

প্রকাশিত: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ
আপডেট: আগস্ট ৬, ২০২১ , ১২:০০ পূর্বাহ্ণ

কাগজ প্রতিবেদক : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, বাংলাদেশের আধুনিক ক্রীড়া ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম পথিকৃৎ, বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী পালন করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।
গতকাল বৃহসম্পতিবার সকালে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে রাজধানীর ধানমন্ডির আবাহনী ক্লাব প্রাঙ্গণে শহীদ শেখ কামালের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে শহীদ শেখ কামালের সমাধিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।
সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদের নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন সংস্কৃতি সচিব আবুল মনসুর, যুগ্মসচিব অসীম কুমার দে প্রমুখ। এছাড়া শহীদ শেখ কামালের ৭২তম জন্মবার্ষিকী উপলক্ষে সংস্কৃতি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ১৬ মিনিট দৈর্ঘ্যরে ‘সেই যুবকটিকে কোথাও দেখি না’ শীর্ষক একটি ডকুফিকশন নির্মাণ করা হয়েছে যা গতকাল বিটিভিসহ বিভিন্ন সরকারি-বেসরকারি টিভি চ্যানেলে প্রচারিত হয়েছে।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়